Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দর্শক শূন্য আসনে অনুষ্ঠিত তাম্রলিপ্ত কাপ

দর্শক শূন্য আসনে তাম্রলিপ্ত কাপ হয়ে গেল তমলুকের রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে।করোনা আবহের মধ্যেই তমলুকের অন্যতম ফুটবল টুর্নামেন্ট তাম্রলিপ্ত কাপ হয়ে  গেল তমলুকের রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে। তিন দিনের এই টুর্নামেন্ট ছিল…

 


দর্শক শূন্য আসনে তাম্রলিপ্ত কাপ হয়ে গেল তমলুকের রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে।

করোনা আবহের মধ্যেই তমলুকের অন্যতম ফুটবল টুর্নামেন্ট তাম্রলিপ্ত কাপ হয়ে  গেল তমলুকের রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে। তিন দিনের এই টুর্নামেন্ট ছিল দর্শকশূন্য।তমলুক শহরে অন্যতম সেরা ফুটবল টুর্নামেন্ট হিসেবে তাম্রলিপ্ত কাপ গত কয়েক বছর ধরে জনপ্রিয় হয়ে উঠেছে।

 ১৪ বছরে পড়লো এই টুর্নামেন্ট। গত বছর পর্যন্ত ১৬ দলীয় টিমের খেলা হয়েছে। একমাস ব্যাপী রাতে ফুটবল টুর্নামেন্ট হতো। এবার করোণা পরিস্থিতিতে এই টুর্নামেন্ট নিয়ে শুরুতে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।তমলুকের ফুটবল কে বাঁচিয়ে রাখতে তমলুকের খেলাঘর উদ্যোগ নেয় ফুটবল প্রতিযোগিতা করার। 


ফুটবলের কথা ভেবে আটটি টিম কে নিয়ে তিনদিনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। রবিবার ফাইনাল ম্যাচে তমলুকের ব্ল্যাক হর্স চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয় নদীয়ার আদিবাসী স্পোটিং ক্লাব।চাম্পিয়ান টীম কে নগর ৪০ হাজার টাকা ও ট্রফি এবং রানাস টিম কে ৩০ হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়েছে। রবিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তমলুক পুরোপুরি প্রশাসক রবীন্দ্রনাথ সেন, সহ প্রশাসক দীপেন্দ্র নারায়ণ রায় সহ ক্লাব কর্তারা চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেয় বিজয়ীদের হাতে।