বাবলু বন্দ্যোপাধ্যায় ,কোলাঘাটবিধানসভা ভোটের মুখে কল্পতরু মুখ্যমন্ত্রীর নানা ঘোষণা সবাই জানে, এটা ভোটের চমক, যুবদের মহা হুংকার র্যালি ও পথসভা থেকে সমালোচনা বিজেপি নেতৃত্বের।বছরের পর বছর কেটে যাচ্ছে,তাতে কোনো ঘোষণা নেই।বিধানসভা ভ…
বাবলু বন্দ্যোপাধ্যায় ,কোলাঘাট
বিধানসভা ভোটের মুখে কল্পতরু মুখ্যমন্ত্রীর নানা ঘোষণা সবাই জানে, এটা ভোটের চমক, যুবদের মহা হুংকার র্যালি ও পথসভা থেকে সমালোচনা বিজেপি নেতৃত্বের।
বছরের পর বছর কেটে যাচ্ছে,তাতে কোনো ঘোষণা নেই।বিধানসভা ভোট প্রায় দোরগোড়ায় হঠাৎ মুখ্যমন্ত্রী কল্পতরু। এটা মানুষজন জানে।আগে থেকেই সব সিদ্ধান্ত নিয়ে নিয়েছে,গত লোকসভা ভোটে মানুষজন জনাদেশ দিয়েছে, তৃণমূল নামক দলটাকে আর ক্ষমতায় রাখবে না বলে জানালেন রাজ্য ও জেলাস্তরের বিজেপি নেতৃত্ব। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার পূর্ব পাঁশকুড়া যুব মোর্চার ডাকে এক মহা হুংকার বাইক র্যালি ও পথসভা তে রাজ্য ও জেলা স্তরের নেতৃত্বরা অংশ নিয়ে নেতৃত্বরা বার্তা দিলেন আগামী বিধানসভার নির্বাচনে বঞ্চিত শোষিত অবহেলিত মানুষেরা প্রস্তুত আছে তাদের রায় দেওয়ার জন্য। বাইক র্যালিতে বর্তমান শাসক দলের বিরুদ্ধে নানা শ্লোগান হাতে লেখা প্লাকার্ড লক্ষ্য করা যায়। যুবদের নানা সমস্যা থেকে শুরু করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির নানা বিষয় গুলি সুসজ্জিত ভাবে পরিবেশিত হতে দেখা যায় এই র্যালিতে।
আজকের এই কর্মসূচিতে ছিলেন তমলুক জেলা সাংগঠনিক বিজেপির সহ-সভাপতি আশিস মণ্ডল, পূর্ব পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপির অন্যতম নেতা ও তমলুক জেলা বিজেপির সম্পাদক দেবব্রত পট্টনায়েক, রাজ্য সংখ্যালঘু মোর্চার অন্যতম নেতা শেখ সাদ্দাম হোসেন, কোলাঘাট মন্ডল 3এর সভাপতি বিবেক চক্রবর্তী, বিমল জানা, সুধাংশু সামন্ত,যুবনেতা প্রসেনজিৎ সরকারও সৌকত পট্টনায়েক।
রাজ্য ও জেলা নেতৃত্বের অভিযোগ এলাকার মানুষজন রাজ্য সরকারের পরিষেবা থেকে বঞ্চিত।তা থেকে বেরিয়ে আসতে চাইছে। আর তার জন্যেই আজ পথে শশয়ে বেকার যুবকদের সমারোহ। নির্বাচন যত এগিয়ে আসবে এই সমারোহের বহর ততো বাড়বে। আমলহান্ডার রাকসাচক পার্টি অফিস থেকে 13 টি অঞ্চল পরিক্রমা করে দেঁড়িয়াচক অঞ্চলে র্যালি শেষ হয়। মোড়ে মোড়ে উৎসাহী মানুষজনদের লক্ষ্য করা যায়,বারংবার স্লোগান উঠে আর নয় অন্যায়, এবার বিজেপি সরকার।