Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আগামী কাল রবিবার বঙ্গ রাজনীতির শুভেন্দু অধিকারী কি জানাবেন তাঁর অবস্থান

তরুন চট্টোপাধ্যায় রাত পোহালেই 6 ডিসেম্বর । শুভেন্দু অধিকারী এদিন সাংবাদিক বৈঠক ডেকেছেন বলে খবর। আর তার আগেই শুভেন্দুকে নিয়ে বাজারে ভাসছে নানা খবরের ঢল।রাজ্য রাজনীতিতে শুভেন্দু অধিকারী এখন কি করবেন সেটাই কোটি টাকার প্রশ্ন । তিনি ক…

 


তরুন চট্টোপাধ্যায় 

রাত পোহালেই 6 ডিসেম্বর । শুভেন্দু অধিকারী এদিন সাংবাদিক বৈঠক ডেকেছেন বলে খবর। আর তার আগেই শুভেন্দুকে নিয়ে বাজারে ভাসছে নানা খবরের ঢল।

রাজ্য রাজনীতিতে শুভেন্দু অধিকারী এখন কি করবেন সেটাই কোটি টাকার প্রশ্ন । তিনি কি তৃনমূল দলে ফিরবেন আবার । সে সম্ভাবনা অবশ্য খুবই ক্ষীন। কারন তৃতীয় বৈঠকের পরেও বরফ যে গলেনি তাতো পরিস্কার । সৌগত রায় তো বলেই দিলেন এই মুহূর্তে আর কোন বৈঠকের সম্ভাবনা নেই।

তবে কি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতূন কোন দল হবে। সামনেই ভোট। তাই নতূন কোন দল যে আসছে না তা একরকম পরিস্কার । আর কংগ্রেস বা বামফ্রন্টে যে তিনি যাবেন না সেটি বলা যেতেই পারে।

এখন খোলা থাকছে বিজেপি দলে যাওয়া । বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় এক কদম এগিয়ে তো বলেই দিলেন শুভেন্দু অধিকারী তৃনমূল দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। এখন বিজেপি দলে আসা সময়ের অপেক্ষা । তবে যে যাই বলুন শুভেন্দু অধিকারী এখনো নিজে কিছু বলেন নি। তাই বাতাসে ওড়া খবরের সত্যতা নিয়ে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে ।

বিজেপি দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন ওখানে পরিবার তন্তের হাওয়া । তাই শুভেন্দুকে থাকতে হলে সাধারণ নেতা হয়ে থাকতে হবে। বিজেপি দলে এলে উনি যোগ্য সন্মান পাবেন। নিজের প্রসঙ্গ টেনে জানান আমি চাষির ঘরের ছেলে। আপনারা ও দল আমাকে নেতা করেছেন। বিজেপি দল যোগ্য লোকেদের সন্মান দেন। শুভেন্দু এলে তাঁকে ও তা দেওয়া হবে।

অবশ্য তৃনমূলের কুনাল ঘোষ জানান শুভেন্দু যদি তৃনমূলে সন্মান না পেয়ে থাকেন তা হলে মন্ত্রী হলেন কি ভাবে। তৃনমূল দলেই যোগ্যতা অনুযায়ী সন্মান দেওয়া হয়। দিলীপ ঘোষের দলে নয়।

শুভেন্দু অধিকারী নিজ মুখে আজও কিছু বলেন নি।তবুও তাঁর অবস্থান নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নিজের মতো করে বলে যাচ্ছেন ।

আর বিজেপি দল তো বেশ কয়েক কদম এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী কে দলে নেওয়ার জন্য। এদের মতিগতি দেখে রাজনৈতিক লিখিয়েদের অনুমান শুভেন্দু দলে এলেই বোঝহয় বিজেপি দলের বঙ্গ জয় হয়ে যাবে। বিজেপির দরজা যে শুভেন্দু অধিকারীর জন্য খোলা তা ছোট বড় সব নেতার মুখেই শোনা যাচ্ছে ।

আগামী কাল শুভেন্দু অধিকারী কি বলেন, সেটিই দেখার। কারন তিনি নিজ মুখে যা বলবেন সেটিই হবে।

অপেক্ষা একটি রাতের। কাল সাংবাদিক বৈঠকের শেষে হয়তো পরিস্কার হলেও হতে পারে বঙ্গের মানচিত্রে শুভেন্দু অধিকারী কোন দলে। আর যদি বলেন তবেই তো। নচেৎ সেই অপেক্ষা ছাড়া গতি কি।

রবিবার সাংবাদিক বৈঠকের দিকে তাকিয়ে বঙ্গ বাসিন্দারা । তৃনমূলের সদ্য মন্ত্রীত্ব পদ ছাড়া শুভেন্দু অধিকারীর পরবর্তী অবস্হান নিয়ে সকলেই অধীর আগ্রহে ।

আমরাও চোখ রাখবো আপনাদের টাটকা খবর দেওয়ার জন্য ।