Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম- #সেই_পুরনো_গিটারকলমে-পাপাই দাসসেই পুরনো গিটারটা আজ আর নেই পড়ে আছে কত শত অভিমান এই বুকে। শব্দের শিহরণ দিয়ে যেত মনে, রঙিন স্বপ্নের দিন গুলো আজও মনে  বিভীষিকার সৃষ্টি করে যায়। 
হারানো সেই গিটারে সুর বাজে ন…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম- #সেই_পুরনো_গিটার

কলমে-পাপাই দাস

সেই পুরনো গিটারটা আজ আর নেই 

পড়ে আছে কত শত অভিমান এই বুকে। 

শব্দের শিহরণ দিয়ে যেত মনে, 

রঙিন স্বপ্নের দিন গুলো আজও মনে  

বিভীষিকার সৃষ্টি করে যায়। 


হারানো সেই গিটারে সুর বাজে না মনে, 

স্মৃতি মেরু করণে পড়ে থাকে সব এক কি ভাবে, 

অজানা কোন পথের টানে থমকে গিয়েও, 

যেন মন খারাপ গুলো ছুটে আসে আমার দিকে, 

যেন তারা হারিয়ে ফেলেছে পথ, দূর দিগন্তে ছুটে যেতে চায় তারা, কোন হারানো পথের সন্ধানে! 


হিসেব -নিকেশের বেড়াজাল ভেঙে সেই পুরনো 

গিটারের শব্দের টানে ফিরে যেতে চায় তারা, 

সেই স্বপ্ন রঙিন দিনে। 


মন খারাপের তিক্ততা ভুলে ফিরে পেতে চায় তারা সেই পুরনো গিটার , যার সুরের মুর্ছনায় হৃদয় তোল-পাড় হয়ে যেত, 

আজ নীরবতায় পড়ে থাকে মন পুরনো গিটারের স্মৃতির রোমান্-থন করে, বিষাদের সুরে যেন বেজে উঠে মন, 

সেই পুরনো গিটারটা আজ আর নেই, বয়ে গেছে শুধু মন খারাপ এই বুকে, স্বপ্নের অথৈ সাগরে মিশে। 


_________পাপাই ৪/১২/২০