Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সেদিন টা দূরে নয়
                         ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়
এখন আর কবিতারা আসেনা।যখন বসন্ত ছিলকুহুতানের পঞ্চমসুরেমৃদুমন্দ বাতাসের কম্পনেছন্দ সুরে নৃত্য গীতেমেতে উঠতো কবিতা বাসর।
এখন শুধুই গদ্যেরা দেয় উঁকিহৃদয়জুড়ে চলছে মলমাসকব…

 


সেদিন টা দূরে নয়


                         ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়


এখন আর কবিতারা আসেনা।

যখন বসন্ত ছিল

কুহুতানের পঞ্চমসুরে

মৃদুমন্দ বাতাসের কম্পনে

ছন্দ সুরে নৃত্য গীতে

মেতে উঠতো কবিতা বাসর।


এখন শুধুই গদ্যেরা দেয় উঁকি

হৃদয়জুড়ে চলছে মলমাস

কবিতা লেখার খাতাটাও আজ নেই

কোথায় গেছে যেন অজ্ঞাত বাস।


আবার কখনো বসন্ত যদি আসে

বাজে হৃদিবনে বিসমিল্লাহ সুর

সেদিন চকিতে লিখবোই কবিতা

সেদিন হয়ত নয় আর বেশি দূর।


তোমাতে আমাতে ক ইবো অনেক কথা

মাত্রাবৃত্তে থাকবে মাত্রা ছয়।

কালজয়ী হবে সেইসব কবিতা

সত্যি বলছি সেদিনটা দূরে নয়।