Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

মৌমিতা হালদার২০/১/২০২১কবিতা- মনুষ্যত্বের ঠিকানা(গদ্য কবিতা) 
মনুষ্যত্ব কি তা জানো বা সে আছে কোথায়? সেখানেই পাবে তুমি, যারা মনকে পোড়ায়.. সত্যের আগুনে যারা জ্বলে হয়েছে ভাস্করতারা মরে যেতে রাজি,তবুও সত্য পথ ভুলা দুষ্কর। 
মনুষ্যত্ব …

 


মৌমিতা হালদার

২০/১/২০২১

কবিতা- মনুষ্যত্বের ঠিকানা

(গদ্য কবিতা) 


মনুষ্যত্ব কি তা জানো বা সে আছে কোথায়? 

সেখানেই পাবে তুমি, যারা মনকে পোড়ায়.. 

সত্যের আগুনে যারা জ্বলে হয়েছে ভাস্কর

তারা মরে যেতে রাজি,তবুও সত্য পথ ভুলা দুষ্কর। 


মনুষ্যত্ব যায় না দেখা, তবু মানুষের মাঝে সুরাসুর, 

আজ মনুষ্যত্বের গল্প শুনি, হারিয়েছে বহুদূর.. 

কে বলে মানুষ শ্রেষ্ঠ, বলব না আর সে কথা, 

মানুষের মধ্যে ছড়িয়েছে সকল নৃশংস নিষ্ঠুরতা। 


ধর্ম শিক্ষা কতখানি হলে হওয়া যায় ধার্মিক, 

কতশত আর পথ চললে, চলা যাবে সঠিক... 

কত কোটি মানুষ হলে, হবো না অসহায়... 

কত আর আত্মীয়বন্ধু বানালে হবো মোরা ভাই ভাই.. 


জনগনকে নিয়ে যারা খেলে, ক্ষণস্থায়ী সুখে মাতে, 

হায় রে,কে দিল অধিকার তারে যারা মনুষ্যত্বকে মারে.. 

এগিয়ে এসো বীর,প্রতিটি প্রাণে আজ মনুষ্যত্ব জাগাও

এ পৃথিবীতে তোমার হাতে চিরস্থায়ী আলো জ্বালাও


                             🙏🙏🙏🙏