Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

[] এখনো অনেক বাকি...[]"""""""""""""" জাহানারা খাতুন। 
জীবন পথে এগিয়ে চলছি...চলছি একা একা, চলতে হয়, তাই হেটে চলি সামনেমাঝে মাঝে থামি, থামতে হয় ক্ষণিক সময়ের তরেতখ…

 


[] এখনো অনেক বাকি...[]

"""""""""""""" জাহানারা খাতুন। 


জীবন পথে এগিয়ে চলছি...

চলছি একা একা, চলতে হয়, তাই হেটে চলি সামনে

মাঝে মাঝে থামি, থামতে হয় ক্ষণিক সময়ের তরে

তখন পিছন ফিরে চাই, ফিরে আমি বুঝতে চাই,

সামনে আমার আর কতটুকু পথ আছে বাকি, 

যাবো আর আমি বা কতদুর...!


কতটুকু পথ হেঁটেছি আমি...

জানি না আমি, সব আমার অজান্তে অজানায়- 

কত জনপথ অতিক্রম করেছি তাও জানা নাই

এ পথ কবে হবে শেষ, সময় আর কত বাকি

জীবন সন্ধ্যা ঘনায়ে আসে যদি, বাকি কাজ আমার

শেষ করতে হবে...! বুঝেছি, আমি বুঝতে পেরেছি।


এক সময় জীবন সন্ধ্যায়, গোধুলির লগ্নে... 

যদি চলার পথ আর খুঁজে নাহি পাই,

থেমে যায় চলার পথ, থেকে যায় কিছু কাজ বাকি

আফসোস নেই, থাকুক পরের প্রজন্মের তরে

করুক জীবন যাত্রার মসৃণ সমাধান

জীবনাবসানে করো ক্ষমা, এ মিনতি টুকু রেখে যাই।


রচনাকালঃ

১৬/০১/২০২১ইং