Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা বিভাগতপনকুমার বন্দ্যোপাধ্যায় ২৫/০১/২০২১১১ই মাঘ ১৪২৭
পরিধি শাসায় 
ক্রমান্বয়ে  বেলা যায় -- পরিধি শাসায় তাৎপর্যের বিশ্লেষণে থম মেরে থাকিতোমরা কি চাও সত্যি,--যথাযথ বলিটিকিতে পড়লে টান জানি রুষ্ট হবেঢাকা থাক সব সত্য মরুক গুমরে 
তথাপ…

 


কবিতা বিভাগ

তপনকুমার বন্দ্যোপাধ্যায় 

২৫/০১/২০২১

১১ই মাঘ ১৪২৭


পরিধি শাসায় 


ক্রমান্বয়ে  বেলা যায় -- পরিধি শাসায় 

তাৎপর্যের বিশ্লেষণে থম মেরে থাকি

তোমরা কি চাও সত্যি,--যথাযথ বলি

টিকিতে পড়লে টান জানি রুষ্ট হবে

ঢাকা থাক সব সত্য মরুক গুমরে 


তথাপি হৃদয় খোঁজে দরদি হৃদয়


চতুর্দিক এলোমেলো নিক্তির বিচারে


অস্তগামী সূর্য হাসে শূন্য নীলিমায়


প্রেমহীন প্রীতিহীন অত্যাশ্চর্য নদী

বয়ে যায় নিরবধি মুখে রক্ত তুলে


তবু জানি শূন্যে পূর্ণে ঢের ছবি থাকে


নাক্ষত্রিক নড়াচড়া ইতিহাস গড়ে

সৃষ্টির পিছনে থাকে হারজিৎ খেলা


বিবর্তনে বিবর্তনে রসিকতা সারে।


কপিরাইট  তপনকুমার বন্দ্যোপাধ্যায়