Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতাশিরোনাম-ডাকছে যখন রাজপথকলমে-মিনতি গোস্বামীতারিখ ২২,০১,২০২১
সব ভুলে, দেদার মশগুলে, মাতন যখন এই সভায় সেই ঠেকে,চোখ রেখে, পৃথিবী নত হয়েছে লজ্জায়,মাটি ভুলে, আলপথ তুলে, মাটির বুকে চলছে লড়াইখাবার খুঁটে,বুক ঠুকে, বাঁচছে দেখি কিছ…

 


কবিতা

শিরোনাম-ডাকছে যখন রাজপথ

কলমে-মিনতি গোস্বামী

তারিখ ২২,০১,২০২১


সব ভুলে, দেদার মশগুলে, মাতন যখন এই সভায়

 সেই ঠেকে,চোখ রেখে, পৃথিবী নত হয়েছে লজ্জায়,

মাটি ভুলে, আলপথ তুলে, মাটির বুকে চলছে লড়াই

খাবার খুঁটে,বুক ঠুকে, বাঁচছে দেখি কিছু চড়াই।


ঘামে বোনা, রক্তে গোণা,শ্রমে হচ্ছে নতুন মিনার 

শ্রমিক ধুঁকে, যাচ্ছে ফুঁকে, দেখতে পায়না দিশা বাঁচার।


লাঙ্গল আছে,কাস্তে আছে, বিপ্লব দেয় নতুন দিশা

লড়িয়ে জান, গেলে প্রাণ, আসবে হাতে বাঁচার ভিসা,

 এগিয়ে চলো, শ্লোগান তোলো,ডাকছে কুয়াশা ঢাকা রাজপথ 

 দেখতে চাইলে, আনতে চাইলে, সাতটি ঘোড়ার সেই সূর্যরথ।