Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

শিরোনাম =নদীর প্রেমে কলমে= তুহিনা চক্রবর্তী  ২১/১/২০২১বেনামী সেই মুহূর্তেরামাঝে মাঝে রাঙিয়ে দেয় মন।সাদা মনে আবির ছিটায়কারণ অকারণ।কাছে এসে চুপি চুপি  বলে কানে কানেআমার নাকি ডাক নামটাআছে তার মনে।আমি বললাম __আমায় তুমি চিনলে কেমন করে…

 


শিরোনাম =নদীর প্রেমে 

কলমে= তুহিনা চক্রবর্তী 

 ২১/১/২০২১

বেনামী সেই মুহূর্তেরা

মাঝে মাঝে রাঙিয়ে দেয় মন।

সাদা মনে আবির ছিটায়

কারণ অকারণ।

কাছে এসে চুপি চুপি 

 বলে কানে কানে

আমার নাকি ডাক নামটা

আছে তার মনে।

আমি বললাম __

আমায় তুমি চিনলে কেমন করে?

সে বললো__তোমার চেনা গন্ধ আমার,

সারা শরীর জুড়ে।

আমি বললাম __আমি এখন অগভীর এক নদী।

সে বললো__তোমার বুকেই লুকিয়ে রেখেছি

হাজার জলছবি।


আমি বললাম....

আমার, শরীর জুড়ে স্রোতের ধারা

দুচোখে নোনা জল, সিক্ত হবে দেহ মন

হবেনা কোনো ফল।

তার চেয়ে বরং, যাও ফিরে যাও,আমি একাই বেশ আছি, আঁকাবাঁকা পথেই আমি চলতে ভালোবাসি।


সে বললো...

তুমি আমি একসাথে, থাকি যদি মিলেমিশে, 

তুমি কি আমায় দেবে না ঠাঁই ঐ অগভীর বুকে।


হঠাৎ দেখি নীলাকাশে কালো মেঘের ছটা

মেঘের বুকে গুমরে কাঁদে মুহূর্তদের ব্যথা।

মুহূর্তেরা বৃষ্টি হয়ে মিশে গেলো নদীর বুকে।

মুহূর্ত আজ জল হয়েছে নদীকে ভালোবেসে।।


তুহিনা চক্রবর্তী ✍