Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতার নাম ঃ সন্দেহ! লেখনিতেঃ কনককান্তি মজুমদারতারিখ-২৭-১-২০২১যে মনেতে ভরা এতো ভালোবাসাসে মনেতে কেন এত বিষজ্বালা! কেন কাঁদাও তারে যার তরে তুমি কাঁদো অকারণ? 
মিছেই ভেবেছ যারে আছে বহুসনে বহু মাঝে রয়ে, করে সুখে আল…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতার নাম ঃ সন্দেহ! 

লেখনিতেঃ কনককান্তি মজুমদার

তারিখ-২৭-১-২০২১

যে মনেতে ভরা এতো ভালোবাসা

সে মনেতে কেন এত বিষজ্বালা! 

কেন কাঁদাও তারে যার তরে তুমি 

কাঁদো অকারণ? 


মিছেই ভেবেছ যারে আছে বহুসনে 

বহু মাঝে রয়ে, 

করে সুখে আলাপন ;

দেয়নি সে তোমারে এতটুকু দাম, 

তাই রয়েছ দূরে সরে

জানাতে তোমার অভিমান। 


বন্ধু শুনেছ কি তার কোন কথা? 

হয়নি তো বলা-কওয়া 

দুজনের দুরকম দুঃখ ভরা ব্যথা ;

যা তোমার মনতে তুমি রেখেছ অযথা!


কেন করো কালক্ষেপ

কেনইবা কাঁদাও তারে 

নিজের কান্না দিয়ে নিজেরে কাঁদাও? 

এস ফিরে... 

প্রতিক্ষার করো অবসান।