Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন কবিতাঃ ভালবাসাকলমেঃশামসুন নাহার ২৮/১/২১
ভালবাসা কেন আমার জীবনে,চিরসবুজ সুগন্ধি এক পাতা হলোনাযা উড়ে যায় না, শুকিয়ে যায় না,বিবর্ন হয়না,ও বন্ধু বলোনা?ভালবাসার প্রবল জোয়ারে,ভরা উচ্ছ্বল এক নদীসে নদীর জল তো কভু ফুরায়…

 


সৃষ্টি সাহিত্য যাপন

 কবিতাঃ ভালবাসা

কলমেঃশামসুন নাহার 

২৮/১/২১


ভালবাসা কেন আমার জীবনে,

চিরসবুজ সুগন্ধি এক পাতা হলোনা

যা উড়ে যায় না, শুকিয়ে যায় না,

বিবর্ন হয়না,ও বন্ধু বলোনা?

ভালবাসার প্রবল জোয়ারে,

ভরা উচ্ছ্বল এক নদী

সে নদীর জল তো কভু ফুরায় না!


ভালবাসার আগুনে পুড়ে

দুটি হৃদয় হয় খাঁটি সোনা!

এমনি ভালবাসা, ভালবেসে ভালবাসি

কাউকে আজো বলা হলোনা।

অর্থহীন এ বেঁচে থাকা,চার দেয়ালে বন্দিনী হয়ে,

আমি কেন মুক্ত বিহঙ্গ হতে পারিনা।

আমার পায়ে বাঁধা অদৃশ্য শৃংখল!

আমি যা খুলতে পারিনা।

  ভালবাসার ঠিকানা আর কতদূর,,,,, 

আমি আজো জানিনা।


সংকীর্ন এ জীবনে কত বুনো ফুল

মাড়িয়েছি সাহসিকতায়!

কত সুগন্ধী ফুলের সুবাস এসেছে জানালার

ফাঁকে ফাঁকে,ক্ষনে ক্ষনে,তবুও

মন দেয়ার মতো মন পাওয়া হলোনা।

তাইতো ভালবেসে এক পশলা বৃষ্টির সুখ

জোৎস্না মেখে গায়ে, হাতে কারো হাত 

আজো রাখা হলোনা।


জানি ভালবাসা হয়ে যায়,

আমার কেন হলোনা?

জীবনে হবেকি কোনদিন ভালবাসার সূচনা?

আমি তা আজো জানিনা।

কেউতো আমাকে চায় না 

বলেনি কোনদিন ভালবাসি তোমায়!

একবার শুধু একবার প্রিয় হাতটি ধরোনা

অপেক্ষা নিরন্তর,ভেঙ্গে যায় অন্তর।

তাই চিতার মতো জ্বলে মনে

সর্বক্ষন অশান্ত কামনা!।