Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

২৯/০১/২০২১~~~~~~~~~~কল্যাণ ভট্টাচার্য্য~~~~~~~~মাদক নিশীথ ~~~~~~~~
ভেজা রাত্রে তোমার স্বরলিপিতে সুর শুনিআদুরে জোনাকি আর ঝিঁঝিঁ আড্ডায়। বেহালার মাদক তারে বেদনা বেজে যায়আমার দিগন্ত মিলন শয্যার হাহুতাশে। আসমুদ্র কলকল শব্দে উৎসাহিত ঢে…

 


২৯/০১/২০২১

~~~~~~~~~~

কল্যাণ ভট্টাচার্য্য

~~~~~~~~

মাদক নিশীথ 

~~~~~~~~


ভেজা রাত্রে তোমার স্বরলিপিতে সুর শুনি

আদুরে জোনাকি আর ঝিঁঝিঁ আড্ডায়। 

বেহালার মাদক তারে বেদনা বেজে যায়

আমার দিগন্ত মিলন শয্যার হাহুতাশে। 

আসমুদ্র কলকল শব্দে উৎসাহিত ঢেউ

প্রণয়ী চাঁদের মিঠে আলোয় স্নান করে। 

শিকড় জড়ানো শরীর অলস তবু অস্থির 

ঠিকানা খোঁজে নিখোঁজ আদুরে সন্ধ্যের—

ফেলে আসা রঙিন জামা পড়া ঘড়ির কাঁটা। 

অথবা স্বপ্ন বিভোর বারান্দা যার চোখে

নিয়নে মাখা ঘামের গন্ধ লেগে আছে। 

হয়তো দৃষ্টির তৃষ্ণায় সেই কৃষ্ণচূড়ার লাল

রাগ অনুরাগ ভাষা খোঁজে গলির দরজায়

কিম্বা আলিঙ্গনে শান্ত বান ভাসি দুটি চোখ

নাব্যতা খুঁজে পায় গভীরে অনেক গভীরে। 

নিঃশ্বাসের শব্দ গুলো শরীর আঁচড়ে দেয়

ক্ষতবিক্ষত করে সিন্দুক ভর্তি মেঘরা। 

বিবর্ণ দেহ স্মৃতি বহতায় অতীত পাতায়

অক্ষরের ঝনঝন শব্দে দলা পাকা হেমন্ত মেঘ

গোলাপী নেশায় ক্লোরোফিল খুঁজে যায়। 


ইতিহাস মাখা বেহালায় চাঁদ আসে যায়

ভেজা রাত্রিরা স্বরলিপিতে আজো গান গায়।