Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন#বিভাগ_কবিতা#শিরোনাম- ছাদ#কলমে- কৌশিক চট্টোপাধ্যায়#তারিখ- ১০/০১/২০২১
 ছাদ          কৌশিক চট্টোপাধ্যায়
এ ঘর যদি একান্তই অসহ্য মনে হয়তুমি নিরিবিলিতে ছাদে শুতে পারোআন্তরিক পাথরের বিছানার উপরেশিমূল ফুল বিছিয়ে নি…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন

#বিভাগ_কবিতা

#শিরোনাম- ছাদ

#কলমে- কৌশিক চট্টোপাধ্যায়

#তারিখ- ১০/০১/২০২১


 ছাদ

          কৌশিক চট্টোপাধ্যায়


এ ঘর যদি একান্তই অসহ্য মনে হয়

তুমি নিরিবিলিতে ছাদে শুতে পারো

আন্তরিক পাথরের বিছানার উপরে

শিমূল ফুল বিছিয়ে নিতেও পারো

গায়ে নিতে পারো চাঁদের রেশমী ঝালর

যদি মনে করো ছাদেও শুতে পারো ।


অন্ততঃ তখন মনে হতে পারে পৃথিবীটা কত স্পন্দিত

নাম-গোত্রহীন অবিরাম দৌড়ে যাওয়া তারাদের

সাথে বসে মেখে নিতে পারো বিশ্বাসের উত্তাপ ,

হারিয়ে যাওয়া প্রিয় বর্ণমালাগুলিকে খুঁজে পেতেও পারো ,

মরা মাছের চোখের মতো পড়ে থাকা এ শহরকে

দেখতেই পারো উদাসীন ছুৎমার্গে  ।


তবে , ভোর হলে আবার নেমে এসো ঘরেই

ছাদে রাত কাটতে পারে জীবন নয় ।


----------০০০০০০০----------