Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন কবিতা :- " অবশিষ্ট "   কলমে :- দেবাশিস সেনগুপ্ত। ২৯-০১-২০২১ 
শ্মশানে ঢোকার মুখে রোজই বসে থাকে ছেলেটি, দিনরাত, ঘুম নেই চোখে। মড়া গোনে, হাত পেতে পয়সা নেয়; জাত ভিখারী। প্রত্যেক মড়ার জন্য আলাদা প্যাকেট, স…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

কবিতা :- " অবশিষ্ট "   

কলমে :- দেবাশিস সেনগুপ্ত। 

২৯-০১-২০২১ 


শ্মশানে ঢোকার মুখে রোজই বসে থাকে ছেলেটি, দিনরাত, ঘুম নেই চোখে। 

মড়া গোনে, হাত পেতে পয়সা নেয়; জাত ভিখারী। 

প্রত্যেক মড়ার জন্য আলাদা প্যাকেট, 

সেখানেই রাখে টাকা পয়সা আলাদা আলাদা ভাবে। 

মাঝে মাঝে গোনে, খড়ি দিয়ে রাস্তার পরে হিসেব 

করে বারবার। 

যোগ বিয়োগ গুন ভাগের খেলা রাত্রি দিন। 

উষার প্রথম আলোয় মিলিয়ে ফেলে সব।

গোনে, মড়ার সংখ্যা দিয়ে ভাগ করে-- গড় হিসাব 

মড়া পিছু। 


মাঝে মাঝে চিৎকার করে ওঠে - মেলেনি,

মেলেনি হিসাব, রয়ে গেল অবশিষ্ট!! 


একদিন ধরে বলি রোজই  কিসের অবশিষ্ট 

থেকে যায় তোমার?

হো হো করে হেসে ওঠে বলে, শবের, সবার। 

আবাক বিস্ময়ে চেয়ে থাকি। অবশিষ্ট শবের!!

কালি ঝুলি মাখা জট চুলো মুখ তুলে বলে-

বুঝলে না!

নাইকুন্ডো থেকে যায় অবশিষ্ট -- শবের।

আগুনে পোড়েনা, মাটিতে পচে না।

ভগ্নাংশে থেকে যায় সুখ দুঃখ পাপ পূন্য 

উত্তর সুরিদের ধমনীতে। 

অর্থ থেকে যায় ব্যাঙ্কের হিসাব খাতাতে। 

নিশ্বাস থেকে যায় অনন্ত আকাশে।

কর্মফল থেকে বিশ্বে মনুষ্য বিকাশে।

শুধু পচা গলা দেহটাই পুড়ে যায় 

শ্মশান আগুনে, মিশে যায় মাটিতে। 

থেকে যায়, থেকে যায় অবশেষ, 

ইতিহাস মাথা তোলে ফুঁড়ে ধ্বংসাবশেষ। ।