Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা কবিতা - সুখ জীবনে কম বিভাগ - পদ্য কবিতাকলমে - স্বপন গায়েন তারিখ - ১৩/০১/২০২১ ************************
বাঁচতে যদি চাও রে ভাই একটু হেসে নাওসময় কম মানব জনমে মুক্তির হাসি দাও।
হিসাব নিকাশ অনেক হলরইবে পড়ে সু…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা

 কবিতা - সুখ জীবনে কম

 বিভাগ - পদ্য কবিতা

কলমে - স্বপন গায়েন

 তারিখ - ১৩/০১/২০২১

 ************************


বাঁচতে যদি চাও রে ভাই 

একটু হেসে নাও

সময় কম মানব জনমে 

মুক্তির হাসি দাও।


হিসাব নিকাশ অনেক হল

রইবে পড়ে সুখ

হাসির সুযোগ পাবেনা আর

পুড়বে সুখের মুখ। 


দখিনা হাওয়া বুকের মাঝে 

থমকে দাঁড়িয়ে রয় 

হঠাৎ নিঃশ্বাস বন্ধ হলেই 

আসবে মরণ ভয়।


চোখের পলকে হারিয়ে যাবে

মধুর মরমী হাসি 

ভোগ বিলাসের এতো আয়োজন 

সবই হবে বাসি।


হেসে নাও হাসিয়ে যাও

সুখ জীবনে কম

দেওয়া নেওয়া খুশির ভেলা 

হাসতে লাগে দম।


     ********