Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন। দৈনিক কবিতা "শিরোনাম - স্বপ্নেরা"কলমে-টিঙ্কু ঘোষ (মিষ্টি) তারিখ -১১/১/২০২১ দিনের প্রথম শুরুতে সূর্য যেমন ওঠে, ভোরের আলো ফুটতেই পাখিরা যেমন কলতানে মুখরিত হয়, অনাবিষ্কৃত কথা শুনতে পাবো বলে চিন্তায় থাক…

 


সৃষ্টি সাহিত্য যাপন। 

দৈনিক কবিতা 

"শিরোনাম - স্বপ্নেরা"

কলমে-টিঙ্কু ঘোষ (মিষ্টি) 

তারিখ -১১/১/২০২১ 

দিনের প্রথম শুরুতে সূর্য যেমন ওঠে, 

ভোরের আলো ফুটতেই পাখিরা যেমন কলতানে মুখরিত হয়, 

অনাবিষ্কৃত কথা শুনতে পাবো বলে চিন্তায় থাকি অবিরত।

তুমি এলে, 

চাঁদের আলোয় আলোকিত হবে হৃদয়, 

মনের জানালা খুলে ধেয়ে আসবে হাজার মনমযূরী-

পুর্নিমার চাঁদের মতো নৃত্যের সঙ্গী হয়ে আনন্দ লহরী ছড়িয়ে দিয়ে নিজেই ধন্য হবে । 

প্রেমে চঞ্চল হয়ে মধু আহরণ করতে ব্যস্ত থাকবো ,

চোখের তারায় স্বপ্ন নিয়ে খুশিতে ঘর বাঁধবো ;

দিনের শেষে দুজনেই আকাশের দিকে তাকিয়ে থাকবো আর মনের সুখে গল্প করবো। 

তুমি এলে সব যেন আলোয় আলোকিত হয়ে পড়বে। 

কালো অন্ধকারে অস্পষ্ট চাঁদও যেন আলাদা রঙের 

ভেলকি দেখিয়ে আনন্দ পাবে। 

🤜🤛❤️❤️মিষ্টি ❤️❤️🤜🤛©️