Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম -পৌষ পাবন কলমে -মনীষা পলমল11/1/21
পৌষ লক্ষ্মীর ''খামার পূজায়'' ''ডাক ধরানো'' তান!আঁধার রাতের পরানকথায় মনকরে আন চান॥''মকরপরব'',টুসুর গানে মুখর চারিদিক,পৌষ …

 


সৃষ্টি সাহিত্য যাপন

 শিরোনাম -পৌষ পাবন

 কলমে -মনীষা পলমল

11/1/21


পৌষ লক্ষ্মীর ''খামার পূজায়'' ''ডাক ধরানো'' তান!

আঁধার রাতের পরানকথায় মনকরে আন চান॥

''মকরপরব'',টুসুর গানে মুখর চারিদিক,

পৌষ পাবনের আনন্দতে,আলো যে ঝিকমিক॥


''ঝুঝকি বেলায়''  ''মকরডুবে'' নতুন কাপড় পরে,

গুড়পিঠা আর ''মকর '' খাবার  আনন্দে যায় ভরে!

''বাউনিদিনে,'' পৌষকে  বাঁধা,আর বানানো পিঠা!

সোনার পৌষ বরণকরা,দিনটা লাগে মিঠা॥


মকরদিনে বড়াম থানে ,,''আমিন'' দেওয়াই রীতি!

পৌষলক্ষ্মীর অবাহন আর টুসুর গানই ,,,,,স্মৃতি॥

নাগরিকতায় হারিয়ে গেছে পৌষলক্ষ্মীর রাত,

চিবুক ছুঁয়ে বড়র আদর ,আরাত্রিকার তাত!


তবুও যেন ,হঠাৎ কোন মিষ্টি হিমেল ভোরে,

কিশোরবেলা হাতছানি দেয় ,আবছা ঘুমের ঘোরে!

দূরে  কোথায় , তখন যেন ইস্টিকুটুম ডাকে!

মনটা  আমার বলে ,,''যেন সবাই ভালো থাকে,,,,''॥


॥মনীষা॥