Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত‍্য যাপনশিরোনাম-  বন্ধু তোমার জন‍্য (এই পরিবারের)কলমে-নির্মল বরাটতাং-10/01/2021
যদি কখনো দেখা হয় সামনাসামনি ;যদি প্রকৃতই এসে দাঁড়াও মুখোমুখি।-পরম তৃপ্তির আস্বাদে উজ্জ্বল মুখখানি ;হৃদয়ের অন্তঃস্থলে উঠবে জানি কালবোশেখি;ব…

 


সৃষ্টি সাহিত‍্য যাপন

শিরোনাম-  বন্ধু তোমার জন‍্য (এই পরিবারের)

কলমে-নির্মল বরাট

তাং-10/01/2021


যদি কখনো দেখা হয় সামনাসামনি ;

যদি প্রকৃতই এসে দাঁড়াও মুখোমুখি।-

পরম তৃপ্তির আস্বাদে উজ্জ্বল মুখখানি ;

হৃদয়ের অন্তঃস্থলে উঠবে জানি কালবোশেখি;

বুঝবে তখন তুমিই আমার শিরোপা।

তুমিই আমার পাথেয় আগামী পথের ;...

শুধু তুমিই আমার মনের শতপুষ্পা।


সম্পর্ক নয় তো শুধু ইথার তরঙ্গের ;..

এ যে অনেক অনেক গভীর গহীন অন্তরের।