Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন #তারিখ_১৯_০১_২০২১#বিভাগ_অনুগল্প#শিরোনাম_ শাশুড়ী_মা_নয়#✍️✍️✍️কানন পটুয়া
বাবা মায়ের একমাত্র সন্তান অমলের সাথে দেখাশোনা করেই বৈশাখীর বিয়ে হয়েছিল,ওদের পৈত্রিক কাপড়ের দোকান,শহরের মধ্যে বেশ চালু ।বাবার মৃত্যু…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 

#তারিখ_১৯_০১_২০২১

#বিভাগ_অনুগল্প

#শিরোনাম_ শাশুড়ী_মা_নয়

#✍️✍️✍️কানন পটুয়া


বাবা মায়ের একমাত্র সন্তান অমলের সাথে দেখাশোনা করেই বৈশাখীর বিয়ে হয়েছিল,ওদের পৈত্রিক কাপড়ের দোকান,শহরের মধ্যে বেশ চালু ।বাবার মৃত্যুর পর অমল শক্তহাতে দোকানের দায়িত্ব সামলেছে। বৈশাখীও বাবামায়ের একমাত্র মেয়ে।বেশ সুন্দর একটা ছবির মত সংসার , কিন্তু সময় তো একই ছন্দে চলেনা।


রমেনবাবু মৃত্যুশয্যায় বৈশাখীর হাত ধরে বলেছিলেন ,"বৌমা আমি চললাম, তোমার মা থাকলো ওকে তোমরা দেখো" একবছর আগের ঐ কথাগুলো এখনো বৈশাখীর কানে বাজে।


স্বামীর মৃত্যুর পর অঞ্জনাদেবীও বেশ ভেঙে পড়েছেন। সব ডাক্তাররাই বললেন উনার নার্ভের সমস্যা। শারীরিক ,মানসিক বিশ্রাম দরকার। ইদানিং খুব খিটখিটে মেজাজের হয়েছেন। কিছু মনেও রাখতে পারেন না।খাওয়ার পরেও বলেন,"বৈশাখী এত বেলা হল আমাকে এখনো খেতে দিলেনা।"

বৈশাখী কিন্তু উনার শুশ্রশার কোন ত্রুটি রাখেনা। উনার খাওয়া ,স্নান থেকে বাথরুম অবধি সবই বৈশাখীর দায়িত্ব।অমল সকালে দোকানে যায় ফেরে অনেক রাত্রে, ফিরে মায়ের খবর নেয় কেমন আছে,কোন সমস্যা আছে কিনা। বৈশাখী ভাল আছে বললেও অঞ্জনাদেবীর অভিযোগের শেষ নেই।


হঠাৎ একদিন বৈশাখীর বাবার ফোন..


-- বৈশাখী, তোর মা বাথরুমে পড়ে গিয়ে কোমর ভেঙে গেছে।তোরা তাড়াতাড়ি আয়।


--সেকি? কেমন আছে মা এখন?


--ট্র্যাকশান দিয়েছে, কমপ্লিট বেডরেস্ট এখন,তুই একবার আয় মা।


রাত্রে অমল ফিরলে বৈশাখী সব কথা বলল।


-- এখন যদি সুস্থ থাকে,পরে যাবে।


-- বাবা অ্যাসমার পেশেন্ট , একা হাতে সব করছে মায়ের দেখাশোনা, রান্নাবান্না।আমি গেলে বাবাও একটু রেহাই পাবে।চলনা গো,তুমিও দুদিন।


-- এখানে মাকে এভাবে ফেলে তোমার কি বাপের বাড়ি না গেলেই নয়?


-- কি বলছ তুমি, মায়ের কোমর ভেঙে গেছে, তাই বলছি যাব। তাছাড়া তোমারো তো কর্তব্য আছে।


-- কি আশ্চর্য! মাকে ফেলে...


-- পাশের বাড়ির বৌদি কে বলেছি, তাছাড়া কাজের মাসিও বলেছে এক দুদিন ওরা মাকে দেখবে।


--- তোমার কি মাথা খারাপ?ওদের হাতে মাকে রেখে...


-- আর আমার মা, তার কি হবে, সে কি তোমার কেউ নয়?


-- কেউ নয় কখন বললাম, উনি আমার শাশুড়ি।


-- বাহ্ ,ভালই বললে। ঠিকই বলেছ, তোমার মা আমার মা, আর আমার মা তোমার শাশুড়ি।তাই বোধহয় তোমার আর আমার দায়িত্বটাও আলাদা।


-----------------------------সমাপ্ত------------------------