Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন।কবিতাঃ- অপার্থিব প্রেম। কলমেঃ- বিমান বিশ্বাস।তারিখঃ-১৯/০১/২০২১।
তোমার কথা ভুলে,আমি না মেতে আছিপোড়া চুরুটের মতো সূর্যের আভার পানে চেয়ে!হৃদয়ে আমার;বৈষম্যের বিষক্রিয়া বেঁধেছে বাসা-সে চায় শীতল আলিঙ্গন,আবার না …

 


সৃষ্টি সাহিত্য যাপন।

কবিতাঃ- অপার্থিব প্রেম। 

কলমেঃ- বিমান বিশ্বাস।

তারিখঃ-১৯/০১/২০২১।


তোমার কথা ভুলে,

আমি না মেতে আছি

পোড়া চুরুটের মতো সূর্যের আভার পানে চেয়ে!

হৃদয়ে আমার;

বৈষম্যের বিষক্রিয়া বেঁধেছে বাসা-

সে চায় শীতল আলিঙ্গন,

আবার না সে চায়;

চায় সে ভালোবাসার উপাসনা!

চায় সে তৃষিত রোদ্দুরে ভিজতে,

তৃষ্ণার্ত ঠোঁটের ছোঁয়ায় সে স্বস্তি পেতে চায়!

ভঙ্গিল হৃদয় ভূমিতে জ্বালাতে চায় সে, 

হৃদয় ভাঙার উজ্জ্বল শিখা!


কিন্তু;

অর্থহীন দৃষ্টি, ভালোবাসার শেষ শোভাযাত্রা আর

নিঃসঙ্গ বেদনার মাঝে পড়ে-

সে আজ না

বড়ো একা...


তবুও ভেসে যাই!

ভেসে যাই প্রেমের আলোক রেখাকে স্পর্শ করতে,

তোমার দ্বারে!

দেখি শুধু আঁধারি মেঘ,

হৃদয় সাগর গর্ভে পতিত হয়েছে--

আমার চাওয়া পাওয়া,

আমার ভালোবাসা!

পুলকের সুবর্ণ পালক,

ভালোবাসার নন্দন কুসুম আজ আমার,

বিশ্রান্তির কবলে পড়ে 

হয়েছে আজ ব‍্যর্থ!


তবুও আমি না;

তোমার মুখ পানে চেয়ে থাকি,

চেয়ে থাকি আমার মুক্তির অপেক্ষায়....

বুঝি আমি;

জিভ ছুঁয়েছে আমার অমৃতের স্বাদ,

আমি না;

পেড়িয়ে যেতে চাই বৈভবের মায়াজাল---


তবুও

 জানো প্রিয়তা;

আমি তোমায় কাছে পেতে চাই---

এ আমার ব‍্যর্থ গৌরব!

আমার ভালোবাসার নয়....