Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

সৃষ্টির সাহিত্য যাপনকলমে :- দেবযানী ঘোষালশিরোনাম :-  একটা দুপুরের জন্য 17/01/2021
নাছোড়বান্দা মনটা বশ মানতে চায়নি সেদিন।একটি বারের জন্য অবাধ্যতার পরীক্ষা দিয়েছিল মাঝ বয়েসি মেয়েটা জীবন ভোর কেবল আত্ম বলিদান দিতে দিতেই।গেলই না হয় মনে…

 


সৃষ্টির সাহিত্য যাপন

কলমে :- দেবযানী ঘোষাল

শিরোনাম :-  একটা দুপুরের জন্য 

17/01/2021


নাছোড়বান্দা মনটা বশ মানতে চায়নি সেদিন।

একটি বারের জন্য অবাধ্যতার পরীক্ষা দিয়েছিল 

মাঝ বয়েসি মেয়েটা জীবন ভোর কেবল আত্ম বলিদান দিতে দিতেই।

গেলই না হয় মনের বিরুদ্ধে একটি বার।

একটু সুখের জন্য।

একটিই বারের জন্য।

ক্ষতি কি?

নাহ 

ক্ষতি তো হয় নি কিছুই।

রক্তাক্ত হয় নি শরীর।

মনের আদরে মনকে দিয়েছিল প্রশ্রয়।

অসম্ভব স্পর্ধায় তুচ্ছাছিতুচ্ছ তখন পরম বাস্তব।

একটু সুখের জন্য।

শিকল খুলে দিয়েছিল আঁধার ঘেরা 

কারারুদ্ধ তথাকথিত সংস্কারকে।

আঁকড়ে ধরেছিল মুহুর্তের পরম আবেগকে।

বিবেককে হাতের মুঠোয় রেখে।

ক্ষতি তো হয় নি কিছুই।

ঐ একটা দুপুরের মত হয়তো আরও অনেকগুলো দুপুর মেয়েটির জন্য অপেক্ষায় ছিল।

কিন্তু বাঁধ সেধেছে ঐ তথাকথিত বিবেক।

অতিরিক্ত প্রাপ্তিতে যে বড্ড ভয়!

পাছে সব হারিয়ে ফেলে!

তাই ইচ্ছে করেই এড়িয়ে চলে

যোগ্যোতার থেকেও বেশী কিছু পেলে।

সামান্যার সামান্যতেই যে বড্ড অহং!!