Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপনকবিতা/১৭-০১-২০২১ ৷শিরোনাম ঃ সম্বিত ৷কলমে ঃ গোপেশ রায় ৷
ফুসলিয়ে নিয়ে গেল আড়ালেরনদী কিনারে; সাক্ষী ছিলো আধখানাবিস্কুটের চাঁদ ৷ ভাগ্য ভালো আর কেউদেখেনি, কদমের ডালে ছিল কাপড় চোপড় !
ময়ূর পালক মাথা পেতেছিল অন্তরাল ফাঁ…



#সৃষ্টি_সাহিত্য_যাপন

কবিতা/১৭-০১-২০২১ ৷

শিরোনাম ঃ সম্বিত ৷

কলমে ঃ গোপেশ রায় ৷


ফুসলিয়ে নিয়ে গেল আড়ালের

নদী কিনারে; সাক্ষী ছিলো আধখানা

বিস্কুটের চাঁদ ৷ ভাগ্য ভালো আর কেউ

দেখেনি, কদমের ডালে ছিল কাপড় চোপড় !


ময়ূর পালক মাথা পেতেছিল অন্তরাল ফাঁদ ...

মেঘ সেও বড় বেহায়া, ঢাকল চাঁদকে সহসা

লজ্জার মাথা খেয়ে বসেছিল একা, কোথায় কে জানে — অগ্নি কিংবা  ঈশানে !


দূর বনে থাকা কোন এক নিশাচর পাখি

ডেকেছিল 'কু' মানেনি সে কোন অজুহাত

দু'হাতে ঢেকে চোখ মুখ , পেয়েছিল গোপন সুখ

চাঁদ ডুবে গেলে নিশি আসে অঙ্গ ঢাকে নতমুখ !


খোলা জানালা গলে রোদ আসে পাতা বিছানায়

স্বপ্নটা ভাঙে সহসা সবকিছু ঠিক আছে,  শুধু

নেই অঙ্গে জড়ানো এলোমেলো বসনখানি —,

হৃদয়ের মুখোমুখি ঠাঁই নিয়ে বসে  প্রিয় মাধব মণি !


©গোপেশ রায় ৷ মেদিনীপুরা৷ প.ব৷ ভারতবর্ষ ৷

১৭-০১-২০২১|