Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#শিরোনাম_অপ্রেমের_দর্শনে#কলমে_মৃণাল_কান্তি_পণ্ডিত#তারিখ_১৫_০২_২০২১_ইং---------------------------------শুনেছি রাতের কান্না অভুক্ত শিশুর কন্ঠে,শহরের অন্ধগলির বীতরাগের ধ্বনিতে,আকাশে বাতাসে ঝরা পাতার ছন্দে,রাগ-অনুরাগে রোদ্দুর মেখে সম…

 


#শিরোনাম_অপ্রেমের_দর্শনে

#কলমে_মৃণাল_কান্তি_পণ্ডিত

#তারিখ_১৫_০২_২০২১_ইং

---------------------------------

শুনেছি রাতের কান্না অভুক্ত শিশুর কন্ঠে,

শহরের অন্ধগলির বীতরাগের ধ্বনিতে,

আকাশে বাতাসে ঝরা পাতার ছন্দে,

রাগ-অনুরাগে রোদ্দুর মেখে সম্প্রীতি অভিলাষে।


সোনালী পথের নিরবতার চোরাবালি বাঁকে,

অসংকোচে বিপন্নতার ভিক্ষার ঝুলি হাতে,

ভালোবাসার রং-তুলিতে অবহেলার ছবি এঁকে,

কাঙালিপনার তরু শিকড়ে খড়কুটোর জঞ্জালে।


প্রেমে-অপ্রেমে কস্তুরি আতরে দাঁতে দাঁত চেপে,

মিথ্যে প্রলোভনের চকমকি প্রর্দশনী পোশাকে,

রকমফেরে পৌনঃপুনিক অসঙ্গতির দীর্ঘশ্বাসে,

গল্প গান আর অলীক স্বপ্নের ঝলসানো মনভূমে।


ভালোবাসার রঙ সমুদ্রে সম্পর্কগুলোর সুনামি ঢেউয়ে,

মানবিকতা বিসর্জনের বিজ্ঞাপনে বিপ্লবী ভাষণে,

রাজপথ থেকে গলিপথ আধুনিকতার প্রসবে,

চেতনার সংজ্ঞায় বিশ্বাস ঘাতকতার অপ্রেমের দর্শনে।