#বাংলার_কবি_জীবনানন্দ#পিউ_হালদার_আশ "#আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিখের বেশে"বাংলার কবি তুমি জীবনানন্দ, বসন্তে আগমণ তোমার ধরাধামে, বিংশ শতাব্দীর আধুনিকতার প…
#বাংলার_কবি_জীবনানন্দ
#পিউ_হালদার_আশ
"#আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায়
হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিখের বেশে"
বাংলার কবি তুমি জীবনানন্দ, বসন্তে আগমণ তোমার ধরাধামে,
বিংশ শতাব্দীর আধুনিকতার পথিকৃতের অন্যতম তুমি কবি, গ্রাম বাংলার মাধুর্য ফুটিয়ে তুলেছো তোমার প্রতিটা কবিতায়।
তোমার বনলতা আজ ও বেঁচে আছে বাঙালীর হৃদয়ে, মনের মণি কোঠায়।
গ্রামবাংলার মাঠ ঘাট পশু পাখী, শঙ্খচিল, শালিক সবকিছুকে ঘিরেই তুমি প্রিয় কবি।
তোমার কবিতায় পাওয়া যায় লক্ষ্মীপেঁচা থেকে শুরু করে সাদা ছেঁড়া পাল, উঠানের ঘাস, রাঙা মেঘ সবকিছু।
নিজেকে তিনি অন্ধকারে রাঙা মেঘে সাঁতরানো ধবল বকেদের মাঝেও কল্পনা করেছেন।
তিনি বলেছেন "হয়তো হাঁস হয়ে কিশোরীর ঘুঙুর লাল পায়ে পরে সারাদিন কাটিয়ে দেবেন কলমীর গন্ধ ভরা জলে"।
জলঙ্গীর ঢেউ, বাংলার ক্ষেত মাঠ ধানসিঁড়ি নদী কাঁঠালের ছায়া সবকিছু মিলেমিশে একাকার।
প্রণমি তোমারে বাংলার প্রিয় কবি,তুমি যেমন আজ ও ভোলোনি তোমার বনলতা কে, আজ ও তোমার বনলতা কে ভালোবেসে চলেছো, আমরাও তেমন তোমাকে আজ ও ভালোবাসি কবি, আজ ও ভুলিনি তোমার বনলতা কে।
#তারিখ- ১৭/০২/২১