কবিতা/১৮-০২-২০২১|শিরোনাম ঃ সম্পর্ক ধ্বনি ৷কলমে ঃ গোপেশ রায় ৷
সম্পর্কের ধ্বনি শোনবার তরে কানপাতি অজস্র ভাঙা গড়া হয়ে গেল হারিয়ে গেল সময় যারা এসেছিল সুসময়ের ভাত খেতে তারা নেই চলে গেছে কোথায় কে জানে ছুটি হয়ে গেছে বোধহয় ৷
মেঘের ঝড়ো হাও…
কবিতা/১৮-০২-২০২১|
শিরোনাম ঃ সম্পর্ক ধ্বনি ৷
কলমে ঃ গোপেশ রায় ৷
সম্পর্কের ধ্বনি শোনবার তরে কানপাতি
অজস্র ভাঙা গড়া হয়ে গেল হারিয়ে গেল সময়
যারা এসেছিল সুসময়ের ভাত খেতে তারা নেই
চলে গেছে কোথায় কে জানে ছুটি হয়ে গেছে বোধহয় ৷
মেঘের ঝড়ো হাওয়া ছিলো অসময়ের বৃষ্টি
আমার অশ্রুজল ধূয়ে দিল বাদলের ধারা
স্নানে গিয়েছিল পাশের জন আসতে বিলম্ব
জানালা খুলে অপেক্ষায় আছি থাকবো আরো কিছুক্ষণ ৷
কোন কিছুতেই দরকার ছিলো না কোন কিছুতেই টান সৃষ্টির রহস্য লেখা আছে আকাশের ঠিকানায়
হয়তো কোনদিন সম্পর্করা শব্দশস্য খুঁটে খাবে
শোনাবে তৃপ্তির কিচির মিচির বায়ু চলাচল ঘরময় ...
©গোপেশ রায় ৷ মেদিনীপুর ৷ প.ব ৷ ভারতবর্ষ ৷ ১৮-০২-২০২১|