#বিভাগ ..কবিতা " স্মৃতিঘর আর ডাইরির পাতা "
একটা নিভু নিভু আলো থাকে স্মৃতির ঘরের ..যে আলো কে ছোঁয়া যায় না ,দেখা ও যায় না ,তবুও ছুঁতে গেলে ফুটে উঠে হাসির ঝিলিক |
চিলেকোঠা আর হলুদ ডাইরির পাতা ..এ সবটুকুতেই মানুষ…
#বিভাগ ..কবিতা
" স্মৃতিঘর আর ডাইরির পাতা "
একটা নিভু নিভু আলো থাকে
স্মৃতির ঘরের ..
যে আলো কে ছোঁয়া যায় না ,দেখা ও যায় না ,
তবুও ছুঁতে গেলে ফুটে উঠে হাসির ঝিলিক |
চিলেকোঠা আর হলুদ ডাইরির পাতা ..
এ সবটুকুতেই মানুষ নিজেকে খুঁজে পায় ,
যে নিজেকে হারিয়েছে ,ফুরিয়েছে ধীরে ধীরে ,
সেই আমি কেই আঁকড়ে থাকে
চিলেকোঠা আর হলুদ ডাইরির ভাঁজে |
খোলা ছাদ .
ভীষণ ...ভীষণ বৃষ্টির পর যেটুকু জল জমে থাকে ,
সেই জলের মতো মিথ্যে বেড়ে উঠে ....
ফোনের গ্যালারি জুড়ে ...
দিনের পর দিন বছরের পর বছর
আমার আসল 'আমি '
চলে যাওয়ার পর বুঝতে পারি ,যা চলে গেল তা ছেড়ে গেছিলো অনেক আগেই
শুধু বাকি ছিল নিভু নিভু ছেটানো আলো র ফুলকি ,আর নিখাদ ভীষণ মিথ্যে |
খোলা ডায়েরির পাতা
যেটা ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে |
🌹🌹🌹🌹কলমে ইন্দু (19.2.2021)