Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা 
#কেন উষ্ণীষে পালক জড়াও
ডা.শামস রহমান ১০ ফাল্গুন '১৪২৭;২৩/০২/২১
আমার কবিতা ভোরের আলোক দেখেনি,কেন উষ্ণীষে পালক জড়াওজীবনে যত সুর বেজেছে বেসুরো,তারে কোন মোহনায় ভাসাও!পারিনি আজও সে কবিতা লিখতে,গ্রহণযোগ‍্য পাব…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা 


#কেন উষ্ণীষে পালক জড়াও


ডা.শামস রহমান 

১০ ফাল্গুন '১৪২৭;২৩/০২/২১


আমার কবিতা ভোরের আলোক দেখেনি,কেন উষ্ণীষে পালক জড়াও

জীবনে যত সুর বেজেছে বেসুরো,তারে কোন মোহনায় ভাসাও!

পারিনি আজও সে কবিতা লিখতে,গ্রহণযোগ‍্য পাবে আপামর জনতার

কবি কি শুধু সুশীল আলোকিত জনেরই থাকবে দুর্বোধ‍্য শব্দের সমাহারে!

কবিতা কি শুধু আকার ইঙ্গিতেই বলে যাবে,বুঝে নাও যা বোঝার সজ্জ্বন

কি আনন্দ যদি না থাকে সারমর্ম,নেইতো বার্তার আয়োজন।


মনে যা আসে তাইতো বলে যাবে,যার একচ্ছত্র এক্তিয়ার

কোনদিন কবির কলম রুখবে না ভয়ে,থামিয়ে দেবে না অত‍্যাচার!

ফুল ফোটে কাননে গুঞ্জনে সারাবেলা,ভ্রমরের আলাপনে

সকল পুষ্পে কি মধু থাকে কিঞ্জলে,খুঁজো যারে আরোহনে!

গোলাপ রজনীগন্ধা জুঁই চামেলী সুগন্ধা,ফুটেছে পুষ্পবনে

কার কাছে কি ভালো লেগে যায়,মন বলে দেবে গোপনে!


চোখের দেখায় পলক পড়ায়,কি নিবিড়ে খুঁজে সারমর্ম

মরমে পশে যায় অন্তর শুনতে পায়,যা চেয়েছি আছে কি সে কর্মে!

ধূলো আর বালিতে মিশে আছে পরশ পাথর সে কি চোখে দেখতে পারে

কার কত গুন সে তো বহুলাংশেই উচ্চারিত,শুধু খুঁজে দেখো কে নজর কাঁড়ে!

অনুপম লেখনী অসাধারন সৃজনী,কখনো দারুন সাধারণ হয়ে যায়

যার যেমন ধারণক্ষমতা সে করে সমতা,লেখনী কথা বলে নিদ্বির্ধায়!


তুলনা অযথা ছোট বড় মাপের অসমতা,কেউ কি কারও মতো হতে পারে

আজন্ম সাধনা,কারও হঠাৎ প্রাপ্তি কি বিলাসে কবিতা গড়ে?

কবির তৃপ্তি কবিতায় প্রাপ্তির শেষে,যথাযথ শ্রদ্ধা ভক্তি

কে ধূলায় হারায়,কেউ মানিক কুঁড়ায় সাধুবাদের অতিশয়োক্তি!


#কবিস্বত্ব_সংরক্ষিত।