Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

নদীর ওপারে সুখ !---------( চতুর্দশপদী)রমেন মজুমদার,(পূর্বলেখা)
রোজ যাই পার হয়ে নদীর ওপাররেখে আসি কিছু শব্দ,না করি তা'ধার;নাও নেই তাও আমি যাই এঁকেবেঁকে...রূপক বৈঠার শর্ত শিল্পের আলোকে।
সোনালী স্বপ্নের আশা, কিছু ইচ্ছা রাখিঅমূল্য …

 


নদীর ওপারে সুখ !

---------( চতুর্দশপদী)

রমেন মজুমদার,(পূর্বলেখা)


রোজ যাই পার হয়ে নদীর ওপার

রেখে আসি কিছু শব্দ,না করি তা'ধার;

নাও নেই তাও আমি যাই এঁকেবেঁকে...

রূপক বৈঠার শর্ত শিল্পের আলোকে।


সোনালী স্বপ্নের আশা, কিছু ইচ্ছা রাখি

অমূল্য সম্পদ রাখি---রয়না তা' বাকি।

আশার সনদে পূর্ণ সঞ্চারিত সুধা ....

এপারে কি আছে ? কেবলি অনিত্য ক্ষুধা।


চেনা নাও, চেনা নদী, চন্দ্রমুখী ঘাট !

যদি কিছু নেই সঙ্গে, সকলি লোপাট-

নিমিষে তা'নেয় শুষে ক্ষুধাতুর পারে !

নিশ্চল নিঃসঙ্গ সুখ অনিত্য সংসারে;--

সার্থক যাত্রীক পারে যায় চরাচরে....

চাষী বুনে শব্দবীজ !সাত্ত্বিক ওপারে।


কলকাতা থেকে।।।।