Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

#বিভাগ_গদ্যকবিতা#শিরোনাম_বর্ণমালা_দীর্ঘশ্বাসে #লিখনে_বীরেন_আচার্য্য #২রা_ফেব্রুয়ারি_২০২১ 
বর্ণমালা দীর্ঘশ্বাসে ----------------------ভাবনাগুলো বিশ্বাসকে খোঁজে,পায় না -তবুও শব্দগুলো চেতনা খোঁজে,পায় না ; চেতনাহীন মানবতায় তাই এগুলো ক…

 


#বিভাগ_গদ্যকবিতা

#শিরোনাম_বর্ণমালা_দীর্ঘশ্বাসে 

#লিখনে_বীরেন_আচার্য্য 

#২রা_ফেব্রুয়ারি_২০২১ 


বর্ণমালা দীর্ঘশ্বাসে 

----------------------

ভাবনাগুলো বিশ্বাসকে খোঁজে,পায় না -

তবুও শব্দগুলো চেতনা খোঁজে,পায় না ; 

চেতনাহীন মানবতায় তাই এগুলো কয়েকটা 

এলোমেলো অক্ষর , অর্থহীন দুর্বোধ্য । 

তার কাটা কর্তব‍্যে ভাবনাগুলো শব্দের মত 

শব্দ হয়না ভাবুক কবির কলমে আর ;

সম্পর্কগুলো ক্রমেই অস্তিত্ব হারায় - 

জননীর চোখের জলে ভেজে মানচিত্র। 

এলোমেলো ভাসে অক্ষর স্নেহের ফল্গুতে,

বিবেকের গঙ্গাদর্শনে কলি হাসে ;

অলি হয়ে হুল ফোটায় আমার বর্ণমালায় -

সুতীব্র যন্ত্রণায় বের হয় বিজাতীয় শব্দ।

সংস্কৃতির নাটমন্দিরে অবিশ্বাসের নৃত‍্য,

প্রেমহীন চোরাস্রোতে ভাসে ভালোবাসা ; 

ঈশ্বরকে টেনে নামাই পথের ধূলায় -

সালাম,রফিক,বরকতরা বড় বোকা ছিল।

মানবতার সে পাঠশালা নেই,আছে ইঞ্জিনিয়ার,

ডাক্তার হবার ঘোড়াদৌড় -নেতা হতে গেলে 

তো আর লাগে না শিক্ষা ; বর্ণমালা দীর্ঘশ্বাসে 

আজ শুধু চেতনার আলো চায়,পায় না - ।