Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

ইন্দ্রিয় // দে বা শী ষ
ভেবে দেখো ইন্দ্রিয় , তোমার বিকাশ প্রজ্জ্বলিত করে জ্ঞান,তোমাকে ছুঁয়ে বড়ো হতে চায় বোধ , যতটুকু শিল্প মনষ্ক স্রোত - যতটুকু আলোক অন্ধকার।তোমার কাছাকাছি থাকে মানুষ সেজে খোদ।
গাছের ছায়ার মতো - পাহাড় ছোঁয়া আলোর মত…



ইন্দ্রিয় // দে বা শী ষ


ভেবে দেখো ইন্দ্রিয় , তোমার বিকাশ প্রজ্জ্বলিত করে জ্ঞান,

তোমাকে ছুঁয়ে বড়ো হতে চায় বোধ , 

যতটুকু শিল্প মনষ্ক স্রোত - যতটুকু আলোক অন্ধকার।

তোমার কাছাকাছি থাকে মানুষ সেজে খোদ।


গাছের ছায়ার মতো - পাহাড় ছোঁয়া আলোর মতো সমান্তরাল,  

বিপদগ্রস্থ সময় - সমস্যা জর্জরিত পথে,  

কতোবার ছুটতে দেখেছি একা - 

কতোবার মাটি বলতে হতাশা - আকাশ বলতে উচ্চাকাঙ্ক্ষা,  দেখেছি  !


দেখেছি মুঠো বন্দি শৈশব - কখন খুলে দেয় দৈনন্দিন জীবনের পরিচিতি,

গুরুগম্ভীর,  আতঙ্কিত রথে - 

জেনে রাখো ইন্দ্রিয় - বুঝে নিও অঙ্গীকারে ,

তোমার স্পর্শ তোমাকেই সুখী করে - 


নিজ ঋণ নিজেকে আগে করো শোধ।