Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

11/2/2021 *সহজ লভ্য নীরবতা বনাম শব্দ-সংগ্রাম*
      অসীম দাস 
তোর পরিশ্রমী চোখের অতল মায়ার ভারে আমার আজীবন রাত -জাগা ধ্যান মুহূর্তেই ডুবে যেতে পারে ।শব্দ চয়নের তীব্র পরীক্ষায় কতো সহজেই নিরাপদ নৈঃশব্দ্যের প্রতিপদ পিঁড়ি পেতে বসি ।খোল…

 


11/2/2021 

*সহজ লভ্য নীরবতা বনাম শব্দ-সংগ্রাম*


      অসীম দাস 


তোর পরিশ্রমী চোখের অতল মায়ার ভারে 

আমার আজীবন রাত -জাগা ধ্যান 

মুহূর্তেই ডুবে যেতে পারে ।

শব্দ চয়নের তীব্র পরীক্ষায় 

কতো সহজেই নিরাপদ নৈঃশব্দ্যের 

প্রতিপদ পিঁড়ি পেতে বসি ।

খোলাম কুচির মতো সহজ লভ্য নীরবতা 

আমি সহস্র পঙক্তিকে সহাস্যে 

বিলিয়ে দিতে পারি ।


অথচ তোর কাছে টুপটাপ শিশিরের 

ফিসফিস নীরবতাও ,

আলস্যে পায়রা ওড়ানো এক বনেদি বিলাস !

ট্রামে বাসে পাকশালে গিজগিজ কর্তব্যে

আর স্বেচ্ছা দায়িত্বের চিড়বিড়ে বেড়াজালে ,

শত শত বিমুগ্ধ শব্দেরা মাথা কুটে মরে ।

তুই কেমন বেড়ালি -আদরে 

ভন ভন ভীড়ের মুখে কুলুপ এঁটে ,

পরম মমতায় কোলে তুলে নিস্

সুযোগ্য শব্দের নৈবেদ্য-ডালা ।


আমার অনায়াস লব্ধ নৈঃশব্দ্যের অহঙ্কার 

তোর নীরব শব্দ- সংগ্রামের কাছে 

নিঃশর্তে নতজানু হয় !