Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা শিরোনাম-- এনকাউন্টার কলম-- সৌমিত্র আচার্য তারিখ--০২|০২|২১
এনকাউন্টার 
খুন হয়ে যাওয়া একটা আমি, মৃত্যু হয়েছে তোর প্রলোভনে।অনায়াসে ট্রিগার তাক করেছিলি বুকের বাঁদিক চেপে,আমি তখন লালন ফকির,পৃথিবীকে প্রথম  সাজতে দ…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা 

শিরোনাম-- এনকাউন্টার 

কলম-- সৌমিত্র আচার্য 

তারিখ--০২|০২|২১


এনকাউন্টার 


খুন হয়ে যাওয়া একটা আমি, 

মৃত্যু হয়েছে তোর প্রলোভনে।

অনায়াসে ট্রিগার তাক করেছিলি 

বুকের বাঁদিক চেপে,

আমি তখন লালন ফকির,

পৃথিবীকে প্রথম  সাজতে দেখা,

কেউ যেন রঙ ছুঁয়ে দিলো আমার ব্ল‍্যাকহোল বুকে ..

জীবন বাবু তুমি সৃষ্টি করোনি ,

আমাকে ধ্বংস করছো অবলীলায়,

লুকিয়ে রাখা বনলতা আমার সম্মুখে ..

বিদ্রোহ আমার হৃদয়ে, 

মস্তিষ্ক সৈন্য নিয়ে রাজপথের যুদ্ধে

যাস না এ পথ বড়ো কঠিন,

তোর অস্তিত্ব সংকটে..

কোন অভাব ছিলনা, 

শুধু ছিলো অনুভূতির সন্ত্রাস।

ঠিক অসময়ের সন্ধ্যায় তোর পায়ের ছাপের অনুসন্ধানে আত্মসমর্পণ ..

মৃত্যু আমার রোজ ,

তোর এনকাউন্টারে....

***সৌমিত্র আচার্য @@@