## কবিতা- রোমিও##
ভালোবাসি ভালোবাসিবড়োই ভালোবাসিস্ত্রী আমার লক্ষ্মীমন্তকাজে ,কর্মে পটুদেখতে সে যে সুশ্রী বড়োইচাল,চলনে স্মার্ট।তবু আমি রোমিও আছিশ্রী কে ভালোবাসিমিনা,টিনা, মৈত্রী, গায়ত্রীসবাই আমার আপনবুকের মধ্যে লক্ষ্মী বউটিযত্নে…
## কবিতা- রোমিও##
ভালোবাসি ভালোবাসি
বড়োই ভালোবাসি
স্ত্রী আমার লক্ষ্মীমন্ত
কাজে ,কর্মে পটু
দেখতে সে যে সুশ্রী বড়োই
চাল,চলনে স্মার্ট।
তবু আমি রোমিও আছি
শ্রী কে ভালোবাসি
মিনা,টিনা, মৈত্রী, গায়ত্রী
সবাই আমার আপন
বুকের মধ্যে লক্ষ্মী বউটি
যত্নে রেখে দিই।
জুলিয়েটরা দুই বাহুতে
বড়োই সুখের দিন।
আমি তাদের যেমনি বোঝাই
তেমনি তারা বোঝে
বুকের মধ্যে রোম্যান্সরাও
এদিক ওদিক ছোটে।
ভালোবাসতে শেখাই আমি
তারাও শিখে ফেলে
এক -পা দু -পা এগিয়ে তারা
অনেক রাস্তা চলে।
আমি তাদের বোঝাই কেবল
জীবন শুধুই একটা
শোক- দুঃখ দূরেই রাখো
ভালোবাসায় ভরিয়ে তোলো
জীবনটাতে বাঁচাতে শেখো
মুখের হাসি অটুট রাখো।।
________
কলমে-- জয়শ্রী হালদার
১২/০২/২১