Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

করোনা আবহে এবার সরস্বতী পুজো অনেক ম্লান

ছাত্র-ছাত্রীদের বাদ দিয়ে বিদ্যালয়গুলিতে চলছে সরস্বতী পুজো পূর্ব মেদিনীপুর তমলুক শহর।
করোনা আবহে এবার পুজো অনেক ম্লান। এমনটাই জানিয়েছেন স্কুলে, কলেজের শিক্ষকরা।ছাত্র ছাত্রীদের বাদ দিয়ে বিদ্যালয়ের সরস্বতী পুজো শিক্ষক শিক্ষিকা ভ…

 



ছাত্র-ছাত্রীদের বাদ দিয়ে বিদ্যালয়গুলিতে চলছে সরস্বতী পুজো পূর্ব মেদিনীপুর তমলুক শহর।


করোনা আবহে এবার পুজো অনেক ম্লান। এমনটাই জানিয়েছেন স্কুলে, কলেজের শিক্ষকরা।

ছাত্র ছাত্রীদের বাদ দিয়ে বিদ্যালয়ের সরস্বতী পুজো শিক্ষক শিক্ষিকা ভাবতে পারছেন না। প্রত্যেক বছরের সরস্বতী পুজো যে হৈ-হুল্লোড় মধ্যে হত এবার সেই পরিস্থিতি নেই। এবারের সরস্বতী পুজোর আয়োজন রয়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আসার কথা না বললেও বেশকিছু ছাত্র-ছাত্রী স্কুলের পুজোতে সামিল হয়েছে।

তমলুকের রাজকুমারী সোনালী বালিকা বিদ্যালয় প্রত্যেক বছর সরস্বতী পুজোর দিন প্রীতিভোজ হত। কিন্তু এবছর সেটি বন্ধ রয়েছে। ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে সরস্বতী পূজার মধ্যে সরাসরি যুক্ত না হওয়ার ফলে শিক্ষিকাদের মনের মধ্যেও কোথায় যেন একটা কষ্ট রয়েছে এমনটাই জানালেন রাজকুমারী স্বান্ত্বনাময়ী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা সুনিষ্ঠা গিরি।

শতাব্দী প্রাচীন হ্যামিল্টন হাইস্কুলের সহশিক্ষক উত্তম নায়েক মহাশয় জানালেন, করোনার জন্য পুজোর অনেক কাটছাঁট করতে হয়েছে। অন্যান্য বছরের এই পুজো উপলক্ষে বর্তমান ছাত্র দের সাথে সাথে প্রাক্তন ছাত্ররাও উপস্থিত হতো, কিন্তু এবার সেটা সংখ্যায় অনেক কম। তাই সবারই একটু মনের দিক কষ্ট আছে।