Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

# সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম - অপ্রকাশিত প্রেম কলমে - চিত্রা চ‍্যাটার্জী তারিখ- ০১/০২/২০২১
শামুকের খোলসের ভেতরে যত্ন করে নিজেকে রেখে দেয় অনাদরে।
মনের সম্মুখে উথালপাতাল ঢেউ সহ‍্য করে পৌছে যায় মাঝদরিয়ার গভীরতায়।
তার আছে এক অন‍্য পৃথিবী  …



# সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম - অপ্রকাশিত প্রেম
কলমে - চিত্রা চ‍্যাটার্জী
তারিখ- ০১/০২/২০২১

শামুকের খোলসের ভেতরে যত্ন করে নিজেকে রেখে দেয় অনাদরে।

মনের সম্মুখে উথালপাতাল ঢেউ সহ‍্য করে পৌছে যায় মাঝদরিয়ার গভীরতায়।

তার আছে এক অন‍্য পৃথিবী 
সেখানেই সে সংসার পাতে,
কল্পনাতে ভেসে বেড়ায় এক স্বপ্নলোকে।

অরণ‍্যের নির্জনতার একাকিত্ব তাকে ভীষণ টানে।

মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্বে ভরা এক বিরাট প্রাসাদ তৈরী করে।

পোস্টম‍্যান রোজ এসে চিঠি দিয়ে যায়
সেই চিঠির স্তুপের উপর বসে কল্পনার জাল বোনে।

কোনো এক যুগের অবাঞ্ছিত বসন্তের হৃদয়ের কথা মনে রেখে প্রকাশ করার শক্তি হারায়।

জ‍্যোৎস্না স্নানে ভেজা অভিসারী অপেক্ষারত প্রেম
উপেক্ষিত হওয়ার দহন যন্ত্রণা সহ‍্য করতে না পারার জন‍্য নিজেকে গুটিয়ে রাখে।

খাঁচার বন্দিদশায় বহুবছরের ইচ্ছেগুলো আকাশে ওড়ার জন‍্য ডানা ঝাপটাতে থাকে।

অপ্রকাশিত প্রেমেরও আছে শব্দভেদী প্রকাশ।

অপ্রকাশিত প্রেমও বাঁচার গল্প লেখে,
কাছিমের মতো ক্রমশ এগিয়ে চলে প্রকাশিত 
আলোর দিকে।