Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

এমন-ই কি চলবেসোমনাথ ঘোষাল০১/০২/২০২১^^^^^^^^^^^^^^^^শুকনো হৃদয়ে কলম চলছে,কলম বলছে প্রেম,ভালোবাসা রসে চোষে ফেলো জমি,সভ্যতা ঢাকা ফ্রেম।
ওরা যে বলে সব করে দেব,এ দেশ স্বপ্নময়,সেই স্বপ্নের দেশে নারীর শরীর পরে থাকে আবর্জনায় !!!!
লেখাপড়া শ…

 


এমন-ই কি চলবে

সোমনাথ ঘোষাল

০১/০২/২০২১

^^^^^^^^^^^^^^^^

শুকনো হৃদয়ে কলম চলছে,

কলম বলছে প্রেম,

ভালোবাসা রসে চোষে ফেলো জমি,

সভ্যতা ঢাকা ফ্রেম।


ওরা যে বলে সব করে দেব,

এ দেশ স্বপ্নময়,

সেই স্বপ্নের দেশে নারীর শরীর 

পরে থাকে আবর্জনায় !!!!


লেখাপড়া শিখেও কলম কাঁপছে,

কলম হাসছে এ স্বাধীনতায়,

শব্দেরা আজও শিকল বন্দি,

লাগাম টানছে জ্বিহ্বায়।


চাষি চোষে ফেলে বেপরোয়া জমি,

মজুরে শূন্য ঘর,

খালি পেট জুড়ে শব্দের ভিড়,

শুধু কাঁপে হাত থর থর।


আজও ভালোবাসায় আদিমে গন্ধ,

শাখা সিঁদুরে কমজরি,

হস্তাক্ষর ভালোবাসা জোড়ে,

না হলে বাঁকা চোখ মারে তুড়ি !!!


সিঁদুরে মেঘে বুক কেঁপে ওঠে,

ছা-পোষা মানুষের ভিড়,

রেরে রেরে করে তাপ্পি তালিতে

জোড়ে ভাঙা সম্পর্কের নীড়।


এমনি করে কলম চলছে,

শব্দ বলছে চলুক,

জীবন বলছে আর কতদিন,

চলবে এই মুলুক ???


সোমনাথ//