সৃষ্টি সাহিত্য যাপনকবিতাঃ-অনল শিখা।কলমেঃ-বিমান বিশ্বাস।তারিখঃ-০৩/০২/২০২১।
দেখছি চেয়ে আমিসম্মিলিত চৈত্রের দগ্ধ আকাশ,আঁকি বুকি দিয়ে যায় সেরামধনুর রঙিন ছটায়!
হৃদয়ে বইছে আমারপাষাণের উষ্ণ প্রস্রবণ,গোধূলি সূর্যের আলোয়ভেজাতে চাই তোম…
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতাঃ-অনল শিখা।
কলমেঃ-বিমান বিশ্বাস।
তারিখঃ-০৩/০২/২০২১।
দেখছি চেয়ে আমি
সম্মিলিত চৈত্রের দগ্ধ আকাশ,
আঁকি বুকি দিয়ে যায় সে
রামধনুর রঙিন ছটায়!
হৃদয়ে বইছে আমার
পাষাণের উষ্ণ প্রস্রবণ,
গোধূলি সূর্যের আলোয়
ভেজাতে চাই তোমার মন।
তোমাকে খুঁজি আমি
রক্তিম নীলিমার বক্ষে,
ঝিকিমিকি আলোর বেণুতে
পাই না তোমায় বুঝিতে।
রাঙা দেহ মেলে দিয়ে
চেয়ে আছে সে আমা পানে,
তোমাকে পোড়াতে চায় সে
উষ্ণ ওষ্ঠের ছোঁয়াতে।
নিমিষেই হারিয়ে ফেলি
মিলনের মরীচিকা,
বিচ্ছেদের শিখা জ্বলে
হৃদয় বাসরে আমার।
আষাঢ়ের অশ্রুপাত
হৃদয়ে যায় বয়ে,
তবু, তোমাকেই খুঁজি আমি
তৃষিত যৌবনে।।