"প্রচারে বাধা বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের---"অমিতাভ গঙ্গোপাধ্যায় ভোট প্রচারে বাধাপেয়ে কার্যত রণেভঙ্গ দিল সদ্য দল বদল করে আসা অভিনেতা রুদ্রনীল ঘোষ। আবহাওয়ার পারদ যতই চড়ছে,পাল্লা দিয়ে চড়ছে ভোট প্রচারেরো পারদ।সেই পারদ …
"প্রচারে বাধা বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের---"
অমিতাভ গঙ্গোপাধ্যায়
ভোট প্রচারে বাধাপেয়ে কার্যত রণেভঙ্গ দিল সদ্য দল বদল করে আসা অভিনেতা রুদ্রনীল ঘোষ। আবহাওয়ার পারদ যতই চড়ছে,পাল্লা দিয়ে চড়ছে ভোট প্রচারেরো পারদ।সেই পারদ চড়ার মাত্রা সত্যিই ঊর্ধ্বমুখী দেখা গেল দক্ষিণ কলকাতার সাবেক বনেদী ভবানীপুর অন্চলের ল্যান্সডাউন সন্নিহিত বাজার,যার পোশাকী নাম 'ল্যান্সডাউন মার্কেট'।
ঘটনার সূত্রপাত বেলা প্রায় সাড়ে বারটা-একটা নাগাদ ভবানীপুর কেন্দ্র র নির্বাচিত প্রার্থী অভিনয় জগতের স্বনামধন্য ব্যক্তিত্ব ভারতীয় জনতা পার্টি সমর্থিত রুদ্রনীল ঘোষের প্রচার অভিযান নিয়ে।ভোট প্রচারে যখন তিনি দলীয় কর্মী সমর্থক নিয়ে বাজার অন্চলে আসেন,কিছু সংখ্যক এলাকা
বাসী তাকে বিদ্রূপ করে।
ল্যান্সডাউন মার্কেট বস্তি অধ্যুষিত এলাকা।তিনি যখন একটি বস্তির প্রবেশ মুখে ঢুকতে যান,তখনই তাকে বাধা দেওয়া হয়।কিছু বচশার পর জানা যায়,যে গত বছর আম্ফানের পর তাদের দুবেলা খাওয়ার সংস্থান ছিল না।সেই সময় আপনারা (বিজেপি দল) কোথায় ছিলেন। পরিস্থতি র চাপে পড়ে অবশেষে প্রার্থী ও তার দলবল সেখান থেকে কার্যত বিদায় নেয়।যদিও সঙ্গে থাকা পুলিশের ভূমিকা ছিল দর্শক এর মত ই।