#দৈনিক_কবিতা_প্রতিযোগিতা #শিরোনামঃ রাত জাগা কলমে ১ #কলমেঃ মধুপর্ণা বসু #তারিখঃ ১০/৩/২০২১
সাঁঝবাতি তুই আমার ঘরে নিঝুম রাতে ;ভোর দেখিনি, রাতের সাথেই সখ্যতাতে; নিঃশব্দে অলিগলি,নরম মাটি অসারতা চৌকিদারী হিমেল হাওয়ায়, স্তব্ধ কথা।
এদিকও…
#দৈনিক_কবিতা_প্রতিযোগিতা
#শিরোনামঃ রাত জাগা কলমে ১
#কলমেঃ মধুপর্ণা বসু
#তারিখঃ ১০/৩/২০২১
সাঁঝবাতি তুই আমার ঘরে নিঝুম রাতে ;
ভোর দেখিনি, রাতের সাথেই সখ্যতাতে;
নিঃশব্দে অলিগলি,নরম মাটি অসারতা
চৌকিদারী হিমেল হাওয়ায়, স্তব্ধ কথা।
এদিকওদিক ছন্নছাড়া ঝুপড়ী মাদুর
রাতের শেষে ঘুমিয়ে সারা, ভুলো কুকুর
ভীষণ অলস শীতঘুমে তাই কুঁকড়ে ডাকে,
ভাদ্র মাসে তবুওতো যৌন গন্ধে ব্যস্ত থাকে।
চোখের পাতায় মৃত্যু নাচে বেয়াদবি
রক্ত মাংস চিবিয়ে বলে, শহিদ হবি,
জাবড় কেটে ন্যুব্জ জীবন খুঁচিয়ে খাবে,
কুকুর মানুষ, আর যত কীট বাঁচবে কবে।
জন্ম খিদে,জন্ম দেবে,নর্দমাতে রাত পোহাবে?
ঝুপড়ী জন্মে শ্মশানেই শেষ মন জুড়োবে।
প্রশ্নগুলো বড্ড ওঁচা চেঁচিয়ে ওঠে বোবা মনে
আমি শুধু নষ্ট জীবন রিফু করি সঙ্গোপনে।