Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#ক্লান্ত_পৃথিবীর_গান(2)।#ধনঞ্জয়_ঘোষাল।#তারিখ_10_03_21#বিভাগ_গদ্যকবিতা।
উড়ন্ত ঈগলের মতো চক্রাকারে আকাশের সীমাহীন পরিধি পর্যবেক্ষণ করে--হাজার ফুট নিচে কোথায় রয়েছে মৃত পশু শুধু বেঁচে থাকার নিরন্তর প্রয়াস--যেমন মানুষ চক্রাকারে ঘুরেব্য…

 


#ক্লান্ত_পৃথিবীর_গান(2)।

#ধনঞ্জয়_ঘোষাল।

#তারিখ_10_03_21

#বিভাগ_গদ্যকবিতা।


উড়ন্ত ঈগলের মতো চক্রাকারে আকাশের সীমাহীন পরিধি 

পর্যবেক্ষণ করে--হাজার ফুট নিচে 

কোথায় রয়েছে মৃত পশু 

শুধু বেঁচে থাকার নিরন্তর প্রয়াস--

যেমন মানুষ চক্রাকারে ঘুরে

ব্যাপ্ত পৃথিবী,অন্তরিক্ষ, ভূগর্ভ 

শুধুই বেঁচে থাকার জন্যে তো নয় !


আগামীর জন্যে নিরন্তর খোঁজ 

গ্রহ হতে গ্রহান্তরে,এই সূর্যের বাইরে 

অন্য সূর্যের অনুসন্ধান--

এই গ্রহলোক যদি ধ্বংস করে ফেলে বিজ্ঞ মানব ও তার অগ্রগতির 

উগ্র কামনা--চাহিদা--আরো চাহিদা ;

কিছু পৃথিবীমনস্ক উন্মাদ--কবি,

বিজ্ঞানী, দার্শনিক স্বপ্ন দেখায়।


আর সংখ্যাতিত দিব্যজ্ঞান সম্পন্ন 

কাণ্ডজ্ঞানহীন সুস্থ মানুষ তাদের 

আত্মস্বার্থ,দেশ ,ভূমি,অরণ্য দখল

নানান ভোগ লিপ্সা-সম্ভোগ সব –

ছিনিয়ে আমিত্বের অধিকার প্রতিষ্ঠার

চরম উৎকর্ষ সাধনে নিমগ্ন থেকে

সর্বনাশের অভিমুখে এগিয়ে যায় হ্যামিল্টনের বাঁশির সুরে মত্ত ইঁদুরের মতো।


তারা এই ভেবে আত্মতৃপ্তি লাভ করে ভাবে সময়কে ব্যর্থ করে জিতে নিয়েছে

পৃথিবীর সকল সৌন্দর্য্য,সকল সুখ।

তাদের কোন দর্শন নেই,শুধু স্বার্থ,

ধর্মের আবেগ আর অন্ধকারাচ্ছন্ন

চিন্তার অন্ধ আবেগে কালের গতির 

বিপরীতে কোন এক নিবিড় নিঃশব্দ হৃদয়াবেগ অনন্তের দিকে নিয়ে যায়।


উখরা :বর্ধমান :

পশ্চিম বাংলা :

ভারত।