Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদলে দেবের র‍্যালি,হলদিয়ায় নির্বাচনী প্রচারে দেবাংশু

মহিষাদলে দেবের র‍্যালি,হলদিয়ায় নির্বাচনী প্রচারে দেবাংশু ।

দোরগোড়ায় রাজ‍্য জুড়ে বিধানসভা নির্বাচন।এই নির্বাচন কে পাখির চোখ করে ইতিমধ্যেই প্রচারে নেমেছে সমস্ত রাজনৈতিক দল গুলি।পূর্ব মেদিনীপুর জেলার ১৬ টি বিধানসভা কেন্দ্রের মধ‍্যে আ…

 


মহিষাদলে দেবের র‍্যালি,হলদিয়ায় নির্বাচনী প্রচারে দেবাংশু ।



দোরগোড়ায় রাজ‍্য জুড়ে বিধানসভা নির্বাচন।এই নির্বাচন কে পাখির চোখ করে ইতিমধ্যেই প্রচারে নেমেছে সমস্ত রাজনৈতিক দল গুলি।পূর্ব মেদিনীপুর জেলার ১৬ টি বিধানসভা কেন্দ্রের মধ‍্যে আগামী ২৭ শে মার্চ প্রথম দফায় ভোট হবে সাতটি বিধানসভা কেন্দ্রে ও আগামী পহলা মে দ্বিতীয় দফায় ভোট হবে বাকি নয়টি বিধানসভা কেন্দ্রে।আজ মহিষাদল ও হলদিয়া বিধানসভা কেন্দ্রের দুই তৃণমূল কংগ্রেস প্রার্থী তিলক কুমার চক্রবর্তী ও স্বপন নস্করের সমর্থনে জোড়া নির্বাচনী কর্মসূচির আয়োজন করা হয়।মহিষাদল বিধানসভার তৃনমূল কংগ্রেস প্রার্থী তিলক কুমার চক্রবর্তীর সমর্থনে র‍্যালির আয়োজন করা হয়।ওই র‍্যালিতে যোগ দেয় অভিনেতা তথা ঘাটালের সাংসদ দীপক অধিকারী(দেব)।দীর্ঘ এক দশক ধরে মহিষাদলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন ডাঃ সুদর্শন ঘোষ দস্তিদার।এলাকার মানুষের দাবি ছিল এবারের নির্বাচনে মহিষাদলের মানুষ ভূমিপুত্র কে দেখতে চায়।কারন,গত ২০১১ ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে শাসকদলের যিনি প্রার্থী ছিলেন তিনি এলাকার বহিরাগত বলেই পরিচিত ছিল।এবং তিনি ছিলেন কলকাতার ভোটার।ফলে ওই এলাকার মানুষের মনে একটা ‍ক্ষোভ ছিল।তাই এলাকার মানুষের কথা মেনেই মা মাটি মানুষের সরকার তথা তৃনমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এবারে প্রার্থী করেছেন স্থানীয় ভূমিপুত্র তিলক কুমার চক্রবর্তীকে।তিনি মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ছিলেন।কলেজের ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন।দীর্ঘ দিন ধরে মহিষাদল পঞ্চায়েত সমিতির দ্বায়িত্ব সামলেছেন।এই প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়ছেন।আজ মহিষাদল বিধানসভা এলাকার তৃনমূল প্রার্থীর সর্মথনে মহিষাদল রাজবাড়ী থেকে শহীদ স্তম্ভ পর্যন্ত র‍্যালি হয়।বেলা ১ টা নাগাদ দেবের র‍্যালি শুরু হয়।র‍্যালি শেষ হত্তয়ার পরেই নির্বাচনী জনসভায় বক্তব‍্য রাখেন তারকা সাংসদ দীপক অধিকারী(দেব)।

দেবের কথায় আপনারা দিদির উন্নয়ন দেখেই ভোট দেবেন। মহিষাদলের ভূমিপূত্র তিলক কুমার চক্রবর্তী কে ভোট বিপুল ভোটে জয়ী করবেন।

অন‍্যদিকে হলদিয়া বিধানসভার তৃনমূল কংগ্রেস প্রার্থী স্বপন নস্করের সর্মথনে হলদিয়া পৌরসভার পাশে রবীন্দ্র-নজরুল মুক্ত মঞ্চে নির্বাচনী কর্মীসভার আয়োজন করা হয়।বেলা দুটো নাগাদ ওই সভায় পৌঁচ্ছায় তৃণমূল কংগ্রেসের মূখপাত্র দেবাংশু ভট্টাচার্য।এছাড়াও সভায় উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু মন্ডল,দেবপ্রসাদ মন্ডল,আজগর আলি সহ অন‍্যান‍্যরা।এদিন দেবাংশু বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে "মুরগি" বলে খোঁচা দেয়।তার কথায় ২০১৪ সাল থেকে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষকে মুরগি বানিয়ে এসেছে।তার মধ‍্যে সবচেয়ে বড় মুরগি বানিয়েছে শুভেন্দু অধিকারী কে।সে আরও বলেন ২০২১ এর নির্বাচন পযর্ন্ত বিজেপির শুভেন্দু বাবুকে দরকার।এই কয়েকটা মাস ওকে বিজেপি ব‍্যবহার করবে।ঠিক নির্বাচন পর্ব মিটে গেলে উনাকে ছুঁড়ে ফেলে দেবে।বিজেপি ২৯৪ টা আসনে প্রার্থী জোগাড় করতে পারেনি।তাই মন্ত্রী,সাংসদের বিধানসভায় দাঁড় করিয়েছে।আর তৃনমূলের কিছু পচা মাল কে দাঁড় করিয়েছে।ওরা ভেবেছিল পা ভেঙে দিদিকে বসিয়ে দেবে।কিন্তু না আগামী ২ মে এর পর থেকে তৃতীয় ইনিংস শুরু হবে।তৃতীয় বার দিদি মূখ্যমন্ত্রী হলে বিনা পয়সায় রেশন পাবেন।কষ্ট করে রেশন দোকানে যেতে হবে না।বাড়িতেই রেশন পৌঁছে যাবে।

ভোটের মুখে এখন রাজ‍্য জুড়ে সরগরম রাজ‍্য রাজনীতি।কিন্তু নীড় বাড়ি দখলের লড়াইয়ে কে শেষ পযর্ন্ত জেতে তা বোঝা যাবে আগামী ২ মে।