#বিভাগ_কবিতা....
#বসন্ত_ফিরে_গেছে....
মনিকান্ত । ১৮/০৩/২০২১=====================================
ফিরে আসা কঠিন, জানতে...
তাই হয়তো বিস্মৃতির আড়ালে জমে যায় রোজের অপরিনত ঋণ, অবেলার স্নানঘর ভরা থাকে বাষ্প…
#বিভাগ_কবিতা....
#বসন্ত_ফিরে_গেছে....
মনিকান্ত । ১৮/০৩/২০২১
=====================================
ফিরে আসা কঠিন, জানতে...
তাই হয়তো বিস্মৃতির আড়ালে
জমে যায় রোজের অপরিনত ঋণ,
অবেলার স্নানঘর ভরা থাকে বাষ্পীয় শোকে।
ঝরা পাতাদের ভীড়ে মিশে যায়
মেঠো পথ, নদীর পাড় আর মরীচিকা,
পরিত্যক্ত আকাশে ভেসে থাকে ঠিকানাহীন মেঘ।
রাতের ব্যালকনি মনে রাখেনা সে সব
পাশবালিশের আবরণ জুড়ে কান্নার ছোপদাগ,
ঘুম ভাঙা ঘড়ির কাঁটায় তখন বসন্ত ফিরে যাওয়ার সুর।
////////////////////////////