Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

তোমাতে বিলীনশৈবাল সরকার18/03/2021
চরণ কি ছুঁয়েছি ভুল করে কখনো,সে আমার অহংকার নয়,সে আমার বিবাগী প্রাণ,সপে দিয়েছি জীবন,অন্তর মন,সকলই তোমারে,আমি তোমারেই নিয়েছি,হৃদয়ে-আমি আর নেই আমাতে তোমাতে হয়েছি বিলীন।কি সুখে তাই চরণে লুটাই তুমি আমি…

 


তোমাতে বিলীন

শৈবাল সরকার

18/03/2021


চরণ কি ছুঁয়েছি ভুল করে কখনো,

সে আমার অহংকার নয়,

সে আমার বিবাগী প্রাণ,

সপে দিয়েছি জীবন,অন্তর মন,

সকলই তোমারে,

আমি তোমারেই নিয়েছি,হৃদয়ে-

আমি আর নেই আমাতে তোমাতে হয়েছি বিলীন।

কি সুখে তাই চরণে লুটাই তুমি আমি মিলেমিশে,

বারে বারে এক হয়ে যাই।

দৃষ্টিতে দিব্য দিয়েছো জ্যোতি,

তোমার দেখা শুধুই যে পাই।