Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#কবিতা#যেখানে ঘাইমৃগী সারারাত ডাকে#দেবাশিস বসু#২৩/০৩/২০২১
সারাটা রাত আমি বসে আছি সরীসৃপের শীতলতায়নিশাচর নির্জনতার প্রাণহীন নীরবতায়আর তো লাভ নেই কলোরাডোর স্বর্ণখননেদরকার নেই প্রতিটি রোমাঞ্চ রাতের নামকরণে সব স্বপ্নই ডুবে গেছে রাতের …

 


#কবিতা

#যেখানে ঘাইমৃগী সারারাত ডাকে

#দেবাশিস বসু

#২৩/০৩/২০২১


সারাটা রাত আমি বসে আছি সরীসৃপের শীতলতায়

নিশাচর নির্জনতার প্রাণহীন নীরবতায়

আর তো লাভ নেই কলোরাডোর স্বর্ণখননে

দরকার নেই প্রতিটি রোমাঞ্চ রাতের নামকরণে 

সব স্বপ্নই ডুবে গেছে রাতের আঁধারে

বেড়েছে দূরত্ব নিঃশব্দে পর্দার হাত ধরে

অন্ধকার জঙ্গলে যদি তোমার হাত ধরে দিতাম পাড়ি

তোমার আশঙ্কাগুলো যদি ঝরে পড়তো বর্ষার বারি

যদি উন্মুক্ত করতে তোমার মনের আগল

তোমার ভেতরের দানবটা কথা

বলতোনা অনর্গল


ইস্পাতের মতো ধারালো হল কোমল স্পর্শ

বিষাক্ত নীলাভ ওষ্ঠে ছিলোনা হর্ষ

ধীরে ধীরে কাস্তে চাঁদ অবলুপ্ত হয় মহাকাশের কৃষ্ণগহ্বরে

শত সোনালী শপথ পথ হারায় কানাগলির অন্দরে

যেদিন রামধনুটা হুমড়ি খেয়ে পড়লো পৃথিবীর বুকে

আকাশটা গড়িয়ে এলো দিগন্তের বাঁকে

একাকী দাঁড়ালাম পৃথিবীর শীর্ষে

এত কিনারে যে ঝাঁপ দিয়ে পড়তে পারি মহাবিশ্বে


নিরালোক ল‍্যাম্পপোস্টের নীচে ঘাইমৃগী সারারাত ডাকে

ডাকে অতন্দ্র কোলবালিশ রাতভর বৃষ্টির ফাঁকে ফাঁকে

ডাকে পেনেলোপি ইথাকার জলে স্থলে জঙ্গলে

ডাকে বুঝি ইউরিডাইসি ভূত প্রেত পিশাচের রসাতলে

ডোপামিনের জারকে ভিজে স্মৃতিরা ডাকে নীলকণ্ঠের হলাহলে