Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক সাহিত্য নামঃ- প্রেম যখনকলমেঃ- তপন কুমার রায় তারিখঃ- ২৯/০৩/২১
মরা আঁকড়ে পড়ে আছি। বলেছো তুমি,প্রেম হলো একান্ত অভ্যাস! দেহ খু্ঁড়ে চলে তবে কোনজন,দেহসর্বস্ব প্রেম রোজ, বারোমাস?প্রেম কি তবে শুধুই এক নিত্য অনুশীলন? বেহুলা আমি। …

 


দৈনিক সাহিত্য 

নামঃ- প্রেম যখন

কলমেঃ- তপন কুমার রায় 

তারিখঃ- ২৯/০৩/২১


মরা আঁকড়ে পড়ে আছি।

 বলেছো তুমি,

প্রেম হলো একান্ত অভ্যাস! 

দেহ খু্ঁড়ে চলে তবে কোনজন,

দেহসর্বস্ব প্রেম রোজ, বারোমাস?

প্রেম কি তবে শুধুই এক নিত্য অনুশীলন? 

বেহুলা আমি। অনেকদিন ভাসছি প্রেমহীন, জলে।

আর নয়, নেমে যাব মান্দাস ছেড়ে,

ছেড়ে যাব উত্তাপহীন প্রেমিক,

এবার, এই পরবর্তী কোনো ঘাট এলে।

আমিও তো অহল্যা ,কিম্বা উর্বসী হতে পারি

কোনদিন কোনো কোনো

পুরন্দরের কাঙ্খিত নারী।

একদিন, একদিন ই সই

কে কবে পেলো,রমনী মনের থৈ?

দিন যাবে, মাস গিয়ে -বছর আসবে সেজে

বিশ্বাস- সম্বল, অন্ধ সমাজ, ছলায়ই তো মজে।

দীঘল্ ঘোমটার নীচে,কেউ কি জানে?

কার মনে কে কখন আছে কোনখানে!

না হয় পাথর হবো,অজস্র পাথরের ভীড়ে।

উপভোগ- উন্মাদনার তৃপ্ত দিন শেষে, ধীরে।

তারপর দিনে দিনে দিন অবসান

একদিন আসবে তো কোন এক রাম।

 পরাগ রেনু তার মেখে-সারা গা'য়

 বরং সমাজে পাবোই সতীর সম্মান।

নেমে এসো সাবিত্রীরা, সব বেহুলার দল,

প্রানহীন দয়িতের দেহ বয়ে ক্লান্ত তোমরা সকল।

বিলিয়ে দাও তোমাদের অনন্ত যৌবন।

যেখানে প্রেমিক পাবে,যেথা পাবে মন।

ভালোবাসা যেথা পাবে, 

ভালোলাগা যতক্ষন থাকে।

ততদিনই থেকো শুধু

চলে যেও তার সাথে, 

 আবার ভালোলাগে যাকে।