Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বিভাগ..কবিতাশিরোনাম."সেই সুর সেই তান "
  আজ আর গলায় বেহাগ বা বাগেশ্রী র স্বর ওঠে না      সময় কালে ভীষণ ব্যস্ত ছিলো গলা,আজ সবই কালের ঢেউ এ ম্রিয়মান!!  এখন কোমল গান্ধার আর ইমন একটু একটু গাই,       খাতার পাতা উল্টে পাল্টে স…

 


বিভাগ..কবিতা

শিরোনাম."সেই সুর সেই তান "


  আজ আর গলায় বেহাগ বা বাগেশ্রী র স্বর ওঠে না

      সময় কালে ভীষণ ব্যস্ত ছিলো গলা,

আজ সবই কালের ঢেউ এ ম্রিয়মান!!

  এখন কোমল গান্ধার আর ইমন একটু একটু গাই,

       খাতার পাতা উল্টে পাল্টে সরগম....গুলো কে

  চোখ বোলাই....সবাই উপহাস করে!

     স্বর যন্ত্র আর হারমোনিয়াম..দেখলেই

সেইইইই....সে মেয়ে টা কোথায় যেন চনমোনিয়ে ওঠে |

    টিভিতে রাগশ্রয়ী গান শুনলেই.

    ভিতরে ভিতরে বলে উঠে..

     "সময় নিয়ে এসো একদিন "   আবার আমার

গলায়,ঝংকার দিক সরগম...ঠিক আগের মতো করে |

    আবার গাই সেই আমার প্রিয়...

    "জোছনা করেছে আড়ি,আসে না আমার বাড়ি "|

চোখের জল আজ আর পরে না!মন টা কে শক্ত রাখি

     হারমোনিয়াম এ সরগম,আর তানপুরা র তার গুলো কে রোজ হাত বোলাই...

   গলার কাছে আটকে থাকে সুর,বেরোয় না!!

তবুও আমি অহরহ চেষ্টা করে চলেছি...

    সুর কে ছাড়তে পারিনা!

শুধু অপেক্ষা য় থাকি.....তবে আবার স্বরে সুর আসবে

    আবার গাইবো আমি......সেই রাগশ্রয়ী আমার অদম্য ভালোবাসা......

    কত যে জমাট আছে গলায় বোঝাতে পারিনা কাউকে ই....

   শুধু অপেক্ষা......আবার গাইবো আমি

  "কা কারু সজনী আয়ে না বালম "আরও আরও কত শত সুর,তাল,লয়,ছন্দ |


       🌹🌹🌹🌹কলমে ইন্দু (19.3.2021)