Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#তার_পরের_গল্প?#সায়নদীপা_পলমল 
কিছু অপরিমিত অধ্যায়ের অনিয়ন্ত্রিত শোষণআর কিছু অকাট নৈরাশ্যের প্রাদুর্ভাব,পরিনামহীন গন্তব্যের বুকে ঢলে যাওয়া সূর্য থেকেএক চির কমলা চাদর চুরি করার ব্যর্থ প্রচেষ্টা---এছাড়া আর বিশেষ কিছু বিকৃতি আসেনি গল…

 


#তার_পরের_গল্প?

#সায়নদীপা_পলমল 


কিছু অপরিমিত অধ্যায়ের অনিয়ন্ত্রিত শোষণ

আর কিছু অকাট নৈরাশ্যের প্রাদুর্ভাব,

পরিনামহীন গন্তব্যের বুকে ঢলে যাওয়া সূর্য থেকে

এক চির কমলা চাদর চুরি করার ব্যর্থ প্রচেষ্টা---

এছাড়া আর বিশেষ কিছু বিকৃতি আসেনি গল্পে।

তবুও তুমি বারেবারে প্রশ্ন করো--- "তারপর?" "এখন?"

তারপর টুকু জানতে চাও?

জানতে চাও এখনের গল্প?

এখনের গল্পটা তোমার মাঝরাতে দেখা কুৎসিত স্বপ্নগুলোর চেয়েও সুন্দর,

তাই এখনের গল্পটা তোমার কল্পনায় আসা অসম্ভব।

তুমি কি পারবে কখনও নিশ্চিদ্র অন্ধকার ভেজা পাহাড়ী পথে

লাঠি ছাড়া এগিয়ে যেতে?

তুমি কি পারবে পচে যাওয়া শিউলি ফুলের গন্ধ 

গায়ে  মেখে বসে থাকতে?

পারবে পূর্ণিমার রাতে একটাও তারা না দেখে

শুধু ওই আকাশটাকে মাপতে?


পারবে না তুমি, জানি আমি। পারবে না তুমি কিছুই

যা কিছু ছিল অতি সাধারণ---

যার মাঝে ছিল না কোনো গল্প, কোনো নতুন পুরানো শব্দ।

তারপর এখন যা আছে তা হল শীতল মাঘের বৃষ্টি,

আর নিম কাঁটায় ধরা একটা অনুভূতি---

তাই "তার পরের গল্প" শুনতে চেও না আর,

সে গল্প তোমার ধরাছোঁয়ার বাইরে।