Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দেখেছি লাল-সবুজের বাংলা🇧🇩   শিউলী আচার্য্য💛২৬.০৩.২০২১
আমি যুদ্ধ দেখিনি,দেখিনি একাত্তরের মিছিলপিতলের বুলেটে ঝাঝড়া হয়ে যাওয়া  মাথার খুলি দেখিনি।
দেখিনি তাজা লাশের ছটফটানি আমি দেখিনি মা-বোনদের নগ্ন মৃত দেহ।সবে হাতে মেহেদী পরা মেয়েট…

 


দেখেছি লাল-সবুজের বাংলা🇧🇩

   শিউলী আচার্য্য💛

২৬.০৩.২০২১


আমি যুদ্ধ দেখিনি,

দেখিনি একাত্তরের মিছিল

পিতলের বুলেটে ঝাঝড়া হয়ে যাওয়া  মাথার খুলি দেখিনি।


দেখিনি তাজা লাশের ছটফটানি 

আমি দেখিনি মা-বোনদের নগ্ন মৃত দেহ।

সবে হাতে মেহেদী পরা মেয়েটার সাদা থানে নিজেকে জড়াতে। 

সদ্য বিবাহিত যুবতীটির সিঁথি ভর্তি লাল টকটকে সিঁদুর ভেসে যেতে জলে;

দেখিনি গ্রেনেটের খুঁচায় মা-বোনেদের ক্ষতবিক্ষত নিতম্ব,রক্তাক্ত স্তন

দেখিনি শিশুদের আছড়ে ফেলে ছিটকে দেয়া মগজ।


দেখিনি একই গর্তে একাধিক লাশের গণ কবর

রক্তে ধুয়ে যাওয়া রাজপথ  

দেখিনি দুই লক্ষ মা বোনেদের সম্ভ্রম হানী 

আমি দেখিনি এসবের কিছুই।


আমি দেখেছি আমার মা কে, 


আমার মায়ের স্নেহার্ত মলিন মুখখানা খুঁজে ফিরে স্বাধীনতা। 


দেখেছি আমার  বিধবা পিসির বুকে-পিঠে আঁকা নরপিশাচগুলোর বর্বরতার সংজ্ঞা। 


দেখেছি কয়েক হাজার বীরাঙ্গনা নারীর ৭১এর পতিতা হয়ে অভিশপ্ত জীবন নিয়ে বেঁচে থাকা।


আমি দেখেছি যে শিশুটা বড় হয়েছে  

বাবার  মুক্তিযুদ্ধে শহিদ হওয়ার সার্টিফিকেট হাতে নিয়ে 

রাস্তার কুকুরের মতো, 

তার এতিম হয়ে বেঁচে থাকাটা।


আমি দেখেছি বীরাঙ্গনা খেতাবে ভূষিত হওয়া মায়ের 

আইবুড়ো ৪৮পেরোনো মেয়েটার

রঙিন সংসারের স্বপ্ন দেখতে দেখতে বুড়িয়ে যাওয়া।


আমি দেখেছি  সেই পথের পাগলটাকে, 

যে যুদ্ধে হায়েনাদের বারুদের ঝলকানিতে হারিয়েছে দুটো পা।


আমি দেখেছি অন্ধ মায়ের চোখে মশালের তপ্ত আগুন  

অস্রুহীন চোখে 

কেমন করে লালসবুজের পতাকা গায়ে জরিয়ে বিলাপ করছে 

আমার খোকা ফিরবে আমার জন্য,আমাদের জন্য স্বাধীনতা নিয়ে।


অন্ধ মা ভাবছে যুদ্ধ এখনো চলছে,  

যুদ্ধ শেষ হলেই খোকা ফিরে আসবে মায়ের কোলে।


আমি দেখেছি স্মৃতিসৌধ চত্বরের পাশেই   শহিদদের দশটি গণকবর, 

কেমন তারা সেখানে পরম শান্তিতে ঘুমাচ্ছে আজো।


এতো কিছুর বিনিময়ে, 

আমি চোখ মেলেই দেখেছি লাল সবুজের এক স্বাধীন দেশ

পেয়েছি মায়ের ভাষায় কথা বলার স্বাধীনতা

পেয়েছি একটা স্বাধীন বাংলা।