Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

প্রেম জিন্দাবাদ
                  ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়
কানের কাছে ঘ্যানর ঘ্যানর করেই চলেছ।প্রেমে পড়া বারণ। আ মলো যা। এমন কথা কেউ কখনও শুনেছে। কী করে এমন কথাটা বললে?একবার নিজের বুকে হাত দিয়ে বলো তো দেখি।প্রেম না পেলে জীবনখানা মর…

 


প্রেম জিন্দাবাদ


                  ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়


কানের কাছে ঘ্যানর ঘ্যানর করেই চলেছ।প্রেমে পড়া বারণ। আ মলো যা। এমন কথা কেউ কখনও শুনেছে। কী করে এমন কথাটা বললে?

একবার নিজের বুকে হাত দিয়ে বলো তো দেখি।প্রেম না পেলে জীবনখানা মরুভূমি। আমি তো প্রেম ছাড়া থাকতেই পারি না। এখন হয়ত প্রশ্ন তুলবে কাকে প্রেম করি?


ওইটি খুব জটিল প্রশ্ন। তোমাদের কানে কানে সত্যি একটা কথা বলবো। জানিনা তোমরা বিশ্বেস করবে কি না।

আমাকে তো সেই কবে থেকেই চেনো। নতুন করে চিনতে গেলে একটা সমস্যা। তবু বলছি।তোমরা হলে গিয়ে পরানের পলতে।


কোনো চিন্তা তে তোমরা হ্যাঁচোড় প্যাঁচোড় করবে।এটা আমি চাই না। যাকগে। বলছি তবে। দেখো যেন চালাচালি হয় না।


নচিকেতার একটা গান শুনে প্রেম সম্পর্কে আমার একটা অভিজ্ঞতা জন্মেছিল। ভালোবাসা পেসমেকার নয়।একবুকে নেবে আশ্রয়। ওটা আমার জীবনে খুব ই শিক্ষণীয় ছিল।


একদিন হৃদয় সমুদ্রে ডুব দিলাম। ভাবলাম দেখি তো।কাকে প্রেম করি।


দেখো!দাঁত বার কোরো না। আমার ঠাকমাকে আর দাদুকে পেলাম। দেখলাম কলেজে পড়বার সময় টিফিন খাবার টাকা লুকিয়ে লুকিয়ে দিচ্ছেন। বলছেন সময়ে কিছু খাস। কী করি আমি। হৃদয়ে ওরাই জেগে আছে।

নাআআ। এটা প্রেম!আবার ডুব। দেখলাম ছোট্টবেলায় সব স্কুলের বন্ধুরা টিফিন ভাগ করে খাচ্ছি। আবার ডুব। মা ভাত বেড়ে বসে আছে। আমি চিৎকার করছি মাআআআ।তুমি আমার প্রেম।

আবার ডুব।আবার ডুব। স্কুল থেকে ফিরে মোবাইল টা ডাকছে। ওই তো শনিবারের আসর। বন্ধুরা কমেন্ট বক্সে লিখেছেন next.


সত্যি বলছি। বিশ্বময় প্রেমের জাল পাতা।আমি বারবার আটকে যাই।প্রেমে পড়া বারণ এটা মানা যাবে না। বিশ্বাস করো হৃদয় আমার প্রেমে টৈ টম্বুর। আমি কখনো ই গাইতে পারবো না "প্রেম একবার ই এসেছিল নীরবে"।

বরং বলি ভাঙাচোরা মেরামত করতে প্রেম বারবার এসো।প্রেম জিন্দাবাদ।